কারাগারে থাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের প্রথম রাত্রিযাপন

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগারে প্রথমবারের রাত্রিযাপন করেছেন। গতকাল মঙ্গলবার দেশটির একটি আদালত তার হাসপাতালে কাটানো সময় কারাভোগের অংশ হিসেবে গণ্য হবে না জানানোর পর থাকসিনকে কারাগারে পাঠানো হয়।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট থাকসিনের বিরুদ্ধে রায় ঘোষণা করে। বিচারকরা ৭৬ বছর বয়সী থাকসিনকে ব্যাংককের একটি কারাগারে স্থানান্তরের নির্দেশ দেন।

আদালতের রায়ের পর গতকালই তাকে ক্লং প্রেম কারাগারে স্থানান্তর করা হয়। সেখানেই তাকে বাকি এক বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

থাকসিন সিনাওয়াত্রা ২০০১ ও ২০০৫ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সামরিক অভ্যুত্থানে দ্বিতীয় মেয়াদে তিনি ক্ষমতা হারানোর পর নির্বাসনে চলে যান। এরপর ২০২৩ সালের আগস্টে ফিরে আসার পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তবে, তিনি এর আগে কখনোই কারাগারে রাত্রিযাপন করেননি। বরং, নিজেকে অসুস্থ দাবি করে দিনের পর দিন হাসপাতালে থেকেছেন। ইতোমধ্যে যদিও রাজকীয় ক্ষমার আওতায় তার কারাদণ্ড কমিয়ে এক বছর করা হয়।

গতকাল সুপ্রিম কোর্ট রায়ে বলেছে, তার কারাদণ্ড হাসপাতালে রেখে কার্যকর করা বেআইনি এবং তিনি গুরুতর অসুস্থ ছিলেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিকল্প নেই : চসিক মেয়র 
পুতিনকে চাপ দিতে চীন ও ভারতের ওপর ইইউ শুল্ক আরোপের জন্য ট্রাম্প প্রস্তুত : মার্কিন কর্মকর্তা
১০