ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কুইন্সল্যান্ডে বন্য কুমিরের সঙ্গে কুস্তির ভিডিও ধারণ করা একজন মার্কিন ইনফ্লুয়েন্সার সম্পর্কে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। ওই ইনফ্লুয়েন্সারের কার্যকলাপকে অত্যন্ত বিপজ্জনক ও অবৈধ আখ্যা দিয়ে তাকে ভর্ৎসনা করা হয়েছে।
সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইনস্টাগ্রামে একাধিক ভিডিওতে মাইক হলস্টন’কে খালি গায়ে লবণাক্ত ও মিঠা পানির কুমিরের সঙ্গে কুস্তি করতে দেখা যায়।
এক ভিডিওতে দেখা যায়, তিনি পানিতে ঝাঁপ দিয়ে কুমিরের গলা চেপে ধরে ভেসে ওঠেন। এসময় তার কনুই থেকে রক্ত ঝরছিল।
ভিডিওতে হলস্টন বলেন, সে আমাকে ধরে ফেলেছিল। কিন্তু আমি তাকে ধরে ফেলেছি।
এছাড়া, হলস্টন একটি নৌকা থেকে পানিতে লাফ দিয়ে একটি কুমিরকে ধাওয়া করেন এবং একপর্যায়ে কুমিরটির সঙ্গে কুস্তি করেন।
লাখ লাখ ভিউ পাওয়া ভিডিওগুলোর ব্যাপারে হলস্টন বলেন, ভিডিওগুলো শিক্ষামূলক উদ্দেশ্যে ধারণ করা ছিল।
কিন্তু, ভিডিওগুলো অস্ট্রেলিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। দেশটিতে লোনা পানির কুমিরের সঙ্গে লড়াইয়ের সর্বোচ্চ শাস্তি ৩৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার।
কুইন্সল্যান্ড রাজ্য কর্তৃপক্ষ গতকাল বুধবার বলেছে, তারা দু’টি ভিডিও সক্রিয়ভাবে তদন্ত করছে।
পরিবেশ বিভাগ জানিয়েছে, কুমিরের সঙ্গে এ ধরনের কার্যকলাপ অত্যন্ত বিপজ্জনক ও অবৈধ। আমরা কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এ ধরনের আচরণ থেকে মানুষকে বিরত রাখার জন্য জরিমানার বিধান অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুসারে, কুইন্সল্যান্ড ‘কুমিরের দেশ’ নামে পরিচিত। সেখানে বিশাল অঞ্চলে ২০ হাজার থেকে ৩০ হাজার লোনা পানির কুমির রয়েছে।