ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঘানার প্রেসিডেন্ট জন মাহামা গতকাল বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিককে তার দেশ গ্রহণ করছে।
ঘানার রাজধানী আক্রা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
অননুমোদিত অভিবাসীদের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর পদক্ষেপের আওতায় লোকজনকে তৃতীয় এমন কিছু দেশে নির্বাসিত করা হয়, যে দেশে তারা আগে কখনো বাস করেনি। বিশেষ করে শত-শত লোককে এল সালভাদরের কুখ্যাত একটি কারাগারে পাঠানো হয়।
মাহামা সাংবাদিকদের বলেন, পশ্চিম আফ্রিকার নাগরিকদের গ্রহণের ব্যাপারে ঘানা সম্মত হয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত তৃতীয় কোনো দেশের নাগরিকদের গ্রহণের ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আমরা তাদের প্রস্তাবে রাজি হয়ে জানিয়েছি, পশ্চিম আফ্রিকার নাগরিকদের গ্রহণ করবো।
প্রেসিডেন্ট মাহামা বলেন, প্রথম ১৪ জনের একটি দল ঘানায় এসেছে। তাদের মধ্যে থাকা বেশ কয়েকজন নাইজেরিয়ান নিজ দেশে ফিরে গেছে। তবে, এটি কখন ঘটেছে, সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।