যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত পশ্চিম আফ্রিকানদের গ্রহণ করছে ঘানা

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৭

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঘানার প্রেসিডেন্ট জন মাহামা গতকাল বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিককে তার দেশ গ্রহণ করছে।

ঘানার রাজধানী আক্রা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অননুমোদিত অভিবাসীদের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর পদক্ষেপের আওতায় লোকজনকে তৃতীয় এমন কিছু দেশে নির্বাসিত করা হয়, যে দেশে তারা আগে কখনো বাস করেনি।  বিশেষ করে শত-শত লোককে এল সালভাদরের কুখ্যাত একটি কারাগারে পাঠানো হয়।

মাহামা সাংবাদিকদের বলেন, পশ্চিম আফ্রিকার নাগরিকদের গ্রহণের ব্যাপারে ঘানা সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত তৃতীয় কোনো দেশের নাগরিকদের গ্রহণের ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আমরা তাদের প্রস্তাবে রাজি হয়ে জানিয়েছি, পশ্চিম আফ্রিকার নাগরিকদের গ্রহণ করবো।

প্রেসিডেন্ট মাহামা বলেন, প্রথম ১৪ জনের একটি দল ঘানায় এসেছে। তাদের মধ্যে থাকা বেশ কয়েকজন নাইজেরিয়ান নিজ দেশে ফিরে গেছে। তবে, এটি কখন ঘটেছে, সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০