ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পোল্যান্ড বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের আকাশ সীমায় বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়া রুশ ড্রোন ভূপাতিত করার একদিন পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওয়ারশ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।
পোল্যান্ডের বিমান নিয়ন্ত্রণ সংস্থা-পাজপ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বেলারুশ ও ইউক্রেন সীমান্ত সংলগ্ন আকাশ সীমা বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ থাকবে। তবে বিশেষ ক্ষেত্রে ছাড় থাকবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের আকাশসীমা ১৯ বার লঙ্ঘন করেছে। পোল্যান্ড ও ন্যাটো মিত্ররা যুদ্ধবিমান উড়িয়ে অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করেছে।