ড্রোন হামলার পর পোল্যান্ডের আকাশ সীমায় নিষেধাজ্ঞা 

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫০

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পোল্যান্ড বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের আকাশ সীমায় বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়া রুশ ড্রোন ভূপাতিত করার একদিন পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওয়ারশ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।

পোল্যান্ডের বিমান নিয়ন্ত্রণ সংস্থা-পাজপ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বেলারুশ ও ইউক্রেন সীমান্ত সংলগ্ন আকাশ সীমা বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ থাকবে। তবে বিশেষ ক্ষেত্রে ছাড় থাকবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের আকাশসীমা ১৯ বার লঙ্ঘন করেছে। পোল্যান্ড ও ন্যাটো মিত্ররা যুদ্ধবিমান উড়িয়ে অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০