জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান পোল্যান্ডের

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০০
পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি। ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পোল্যান্ড আজ বৃহস্পতিবার জানিয়েছে, সে দেশের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় আলোচনার জন্য তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডে ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠার একদিন পর দেশটি বৈশ্বিক সংস্থার প্রতি এ আহ্বান জানালো।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পোল্যান্ড বলেছে, ড্রোন হামলা কোনো দুর্ঘটনাজনিত ঘটনা নয়। এটিকে পোল্যান্ড, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর অভূতপূর্ব আক্রমণ।

তবে, মস্কো দেশটিকে টার্গেট করার কথা অস্বীকার করে বলেছে, ড্রোনগুলো যে রাশিয়ার ছিল এমন কোনো প্রমাণ নেই।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে পোল্যান্ডসহ ন্যাটোর অন্যান্য সদস্য দেশের আকাশসীমায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রবেশ করেছে। তবে, ন্যাটোর কোনো সদস্য দেশ আগে কখনো সেগুলো ভূপাতিত করার চেষ্টা করেনি।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি আজ সে দেশের পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটি পরিদর্শনকালে বলেন, ন্যাটোর প্রতিক্রিয়া এবং আমাদের প্রস্তুতি পরীক্ষা করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করে জানায়, পোল্যান্ডের আকাশসীমা রাশিয়া লঙ্ঘন করার ব্যাপারে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০