সাংবাদিক ভিসার মেয়াদ না কমাতে যুক্তরাষ্ট্রের প্রতি সংবাদ সংস্থাগুলোর আহ্বান

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্বের ১শ’টিরও বেশি আন্তর্জাতিক মিডিয়া গ্রুপ এবং শিল্প সংস্থা বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা না কমানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। কারণ তারা বলেছে, পরিকল্পিত পরিবর্তন বিদেশে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে।

প্যারিস থেকে এএফপি এই খবর জানিয়েছে।

সংবাদ সংস্থা এএফপি এবং ১১৭টি স্বাক্ষরকারী দেশ এক যৌথ বিবৃতিতে লিখেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ‘মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত কভারেজের পরিমাণ এবং গুণমান হ্রাস করবে’ এবং ‘আমেরিকার ভাবমূর্তি বিশ্বব্যাপী বৃদ্ধি করবে না বরং ক্ষুন্ন হবে।’

এই আবেদনের সমর্থকরা ছিলেন এএফপি এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে শুরু করে ব্রিটেনের বিবিসি, জার্মানির এআরডি এবং অস্ট্রেলিয়ার এবিসিসহ সরকারি সম্প্রচারক, কানাডার গ্লোব অ্যান্ড মেইল বা আইরিশ টাইমসের মতো জাতীয় সংবাদপত্র এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসসহ প্রেস স্বাধীনতা গোষ্ঠীগুলো।

ট্রাম্প প্রশাসন গত মাসে পরিকল্পনা করেছিল যে, সাংবাদিকদের থাকার সময় কমিয়ে ২৪০ দিনের, চীনা মিডিয়া কর্মীদের জন্য মাত্র ৯০ দিন এবং পাশাপাশি শিক্ষার্থী ভিসার চার বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা।

স্বাক্ষরকারীরা বলেছেন, বর্তমান নিয়ম অনুসারে সাংবাদিকরা পাঁচ বছর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। এর অর্থ তারা ‘বিশ্বব্যাপী দর্শকদের কাছে আমেরিকা সম্পর্কে ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় গভীর জ্ঞান, বিশ্বস্ত নেটওয়ার্ক এবং প্রাসঙ্গিক নিমজ্জন অর্জন করবেন’।

তারা আরও বলেছেন, ‘এটি মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থে কাজ করে: আমেরিকার নীতি, সংস্কৃতি এবং নেতৃত্ব আন্তর্জাতিক দর্শকদের কাছে তাদের নিজস্ব ভাষায় স্পষ্ট এবং নির্ভুলভাবে পৌঁছে দেওয়া নিশ্চিত করে’। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০