হিজবুল্লাহ-সম্পৃক্ত সেল ধ্বংস করেছে সিরিয়া : মন্ত্রণালয়

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  সিরিয়া বৃহস্পতিবার জানিয়েছে, তাদের বাহিনী লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত একটি সেল ধ্বংস করে দিয়েছে। এ সেল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিল।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্থানীয় এক কমান্ডারের উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিশেষায়িত ইউনিটগুলো সাধারণ গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দামেস্কের গ্রামীণ এলাকায় সক্রিয় হিজবুল্লাহ মিলিশিয়ার একটি সন্ত্রাসী সেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সেল সদস্যরা লেবাননের ভূখণ্ডে অবস্থিত সামরিক শিবিরে প্রশিক্ষণ নিয়েছিল এবং তারা সিরিয়ার ভেতরে জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলার মতো অভিযান চালানোর পরিকল্পনা করছিল।

সিরিয়ার বাহিনী গোলাবারুদ ও গ্রাদ-ধরনের রকেট লাঞ্চার এবং অ্যান্টি-ট্যাংক মিসাইলসহ অস্ত্রশস্ত্র জব্দ করেছে বলে জানানো হয়। বিষয়টি বিচার বিভাগে পাঠানো হয়েছে।

২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভ দমনের পর শুরু হওয়া সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে হিজবুল্লাহ যোদ্ধারা আসাদকে এলাকা পুনর্দখলে সহায়তা করেছিল। ইরান-সমর্থিত এ গোষ্ঠী ২০১৩ সাল থেকে আসাদকে প্রকাশ্যে সহায়তা করে আসছিল। গত ৮ ডিসেম্বর ইসলামপন্থী নেতৃত্বাধীন জোটের হাতে আসাদ যুগের অবসান ঘটে।

ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়া হিজবুল্লাহ সিরিয়ায় নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে ইরান থেকে আসা গুরুত্বপূর্ণ সরবরাহ লাইনও হারিয়েছে।

চলতি বছরের মার্চে সীমান্ত এলাকায় সংঘর্ষে ১০ জন নিহত হওয়ার পর লেবানন ও সিরিয়া সীমান্ত নিরাপত্তাজনিত হুমকি মোকাবিলায় একটি চুক্তি স্বাক্ষর করে।

এই সপ্তাহে লেবাননের বিচারমন্ত্রী আদেল নাসেরের কার্যালয় জানায়, নিরাপত্তা ও বিচারিক বিষয় নিয়ে আলোচনা করতে দামেস্কে দু’টি বিশেষায়িত কমিটি তাদের প্রথম বৈঠক করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১০