দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ 

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের বিরুদ্ধে হত্যা, রাষ্ট্রদ্রোহ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ সুদানের সরকার দাবি করেছে, মাচার হোয়াইট আর্মি নামে পরিচিত একটি মিলিশিয়াকে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। হামলায় ২৫০ জনেরও বেশি সৈন্য নিহত হয়েছিল। বিচারমন্ত্রী বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

জুবা থেকে এএফপি এই খবর জানিয়েছে।

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট সালভা কিরের সাথে ক্ষমতার দ্বন্দ্বের অংশ হিসেবে তিনি কয়েক মাস ধরে গৃহবন্দী।

অভিযোগগুলো মার্চ মাসে হোয়াইট আর্মি নামে পরিচিত একটি মিলিশিয়ার আক্রমণের সাথে সম্পর্কিত, যা সরকার দাবি করেছে, মাচারের নির্দেশে এই হামলা চালানো হয়েছিল।

জুবায় সাংবাদিকদের দেওয়া এক রিডআউট অনুসারে, বিচারমন্ত্রী জোসেফ গেং আকেচ বলেন, ‘এই অপরাধগুলো জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। যার মধ্যে রয়েছে মৃতদেহ অপবিত্র করা, বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন এবং মানবিক কর্মীদের উপর আক্রমণ।’

৩ থেকে ৭ মার্চের মধ্যে দক্ষিণ সুদানের উত্তর-পূর্বে অবস্থিত নাসিরের সামরিক ঘাঁটিটি তথাকথিত হোয়াইট আর্মি দ্বারা দখল করা হয়, যা মাচারের মতো একই জাতিগত নুয়ের সম্প্রদায়ের সশস্ত্র যুবকদের একটি মুক্ত দলকে বোঝায়।

এই হামলায় একজন জেনারেলসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েলি, কিন্তু সরকার আগে কখনো বলেনি যে ২৫০ জনেরও বেশি সৈন্য নিহত হয়েছে।

ঘাঁটিতে সৈন্যদের উদ্ধার করার সময় জাতিসংঘের একটি হেলিকপ্টারও গুলিবিদ্ধ হয়। যার ফলে একজন পাইলট নিহত হন।

বিদ্রোহের ষড়যন্ত্রের সন্দেহে তদন্তের পর বৃহস্পতিবার মাচারের পাশাপাশি প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রীসহ আরো সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এএফপি জানিয়েছে, বিচারমন্ত্রী জোসেফ গেং আকেচ বলেছেন, ‘এই অপরাধগুলো জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।’ 

মাচার এবং প্রেসিডেন্ট সালভা কির দীর্ঘদিন ধরেই একে অপরের প্রতিদ্বন্দ্বী।

দশকের পর দশক ধরে চলা যুদ্ধের পর সুদান থেকে স্বাধীনতা লাভের দুই বছরেরও কম সময়ের মধ্যে ২০১৩ সালে তেল উৎপাদনকারী দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর কির মাচারকে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ এনে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করেন।

এই সংঘাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুমানিক ৪০০,০০০ মানুষ নিহত হয়েছিল এবং ২০১৮ সালের শান্তি চুক্তির মাধ্যমে এই জুটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আগে প্রায় চার মিলিয়ন জনসংখ্যার এক-তৃতীয়াংশ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছিল ।

এই বছরের শুরুতে ক্ষমতা ভাগাভাগির চুক্তিটি ভেঙে পড়তে শুরু করে, যখন ফেব্রুয়ারির শেষের দিক থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় উচ্চ নীল রাজ্যে সংঘাতের প্রতিক্রিয়ায়, কিরের সরকার মাচারের দলের বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করে, যার মধ্যে পেট্রোলিয়াম মন্ত্রী এবং সেনাবাহিনীর উপ-প্রধানও ছিলেন।

বিদ্রোহের ষড়যন্ত্রের সন্দেহে তদন্তের পর বৃহস্পতিবার মাচারের পাশাপাশি প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রীসহ আরো সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাগর থেকে মেঘনা-তেতুলিয়ায় আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে ব্যস্ত জেলেরা
বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিকট বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের
নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১ : পুলিশ
মুন্সীগঞ্জ পৌরসভায় ১৩ টি উন্নয়ন প্রকল্প গ্রহণ
১০