নাইজারে সন্দেহভাজন জিহাদিরা সেনাদের হত্যা করেছে 

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৪

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পশ্চিম নাইজারে চলতি সপ্তাহে ধারাবাহিক হামলায় সন্দেহভাজন জিহাদিরা কমপক্ষে ২০ জন সেনাকে হত্যা করেছে বলে জানা গেছে। একটি  সূত্র এ তথ্য জানিয়েছে।

আবিদজান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত বুধবারের হামলা বুরকিনা ফাসো ও মালির সীমান্ত লাগোয়া তিল্লাবেরি অঞ্চলে ঘটেছিল। যেখানে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) এর সাথে যুক্ত জিহাদি গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।

একজন প্রাক্তন স্থানীয় কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন, ‘গতকাল তিল্লাবেরি এলাকায় দ’ুটি পৃথক ঘটনায় সৈন্যদের মধ্যে অসংখ্য মৃত্যু হয়েছে’। 

প্রাক্তন কর্মকর্তা বলেছেন, ‘সন্ত্রাসীদের হাতে ২০ জন সৈন্য নিহত হয়েছে। অন্য সূত্রগুলো সৈন্য এবং জাতীয় রক্ষী বাহিনীর সদস্যদেরসহ সামগ্রিকভাবে নিহতের সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে।

ওয়াম্যাপসের সাহেলে নিরাপত্তা সংবাদে বিশেষজ্ঞ পশ্চিম আফ্রিকার একদল সাংবাদিক বুধবারের বেশ কয়েকটি হামলার জন্য আইএসের একটি শাখাকে দায়ী করেছেন।

বৃহস্পতিবার এক্স-এ ওয়াম্যাপস জানিয়েছে, তারা ‘টিলাবেরি বিমানবন্দরের কাছে নাইজেরিয়ান সেনা অবস্থানে হামলা সহ একাধিক হামলা চালিয়েছে, যার ফলে নাইজেরিয়ান সশস্ত্র বাহিনীর ১২ জন সৈন্য নিহত হয়েছে"।

ওয়াম্যাপস আরো জানিয়েছে, দিগ্গা বান্দা পাড়ার মধ্যাঞ্চলীয় তিল্লাাবেরিতে একটি স্কুলের কাছে আরো দুটি হামলা চালানো হয়েছে। ওই হামলায় কমপক্ষে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ওয়াম্যাপস জানিয়েছে, এই হামলার জবাব দিতে গিয়ে ন্যাশনাল গার্ডের ১৫ জন সৈন্য নিহত হয়েছে।

২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত দেশটির প্রাক্তন নেতৃত্বের ঘনিষ্ঠ একটি নাগরিক সমাজের জোট জি-২৫ তিল্লাবেরিতে ‘সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছে এবং এই হামলার জন্য আইএসের আঞ্চলিক শাখাকে দায়ী করেছে।

জোট আরো জানিয়েছে, ১২ জন নাইজেরিয়ান সৈন্য এবং ১৫ জন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হয়েছেন।

বুধবার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ নাইজেরিয়ান কর্তৃপক্ষকে তিল্লাবেরি অঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরো বেশি কিছু করার আহ্বান জানিয়েছে। যা মার্চ মাস থেকে ধারাবাহিকভাবে আইএস হামলার টার্গেটে পরিণত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০