রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করলো জাপান

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৫

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে জাপান আজ শুক্রবার নতুন করে নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে। জাপানে থাকা রাশিয়ার আরো বেশি সংখ্যক ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ করার পাশাপাশি সে দেশ থেকে তেল কেনার মূল্যসীমাও কমিয়ে দেওয়া হয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টোকিও ১৪ জন রুশ নাগরিক এবং ৫১টি সংস্থার সম্পদ জব্দ করবে। তাদের মধ্যে রুশ কর্মকর্তা, রুশ কোম্পানির প্রধান নির্বাহী ও ইউক্রেনের রাশিয়াপন্থী ব্যক্তিও রয়েছে।

রাশিয়ার রফতানি আয় কমিয়ে দেওয়ার লক্ষ্যে জাপান বর্তমান তেলের মূল্যসীমা প্রতি ব্যারেল ৬০ ডলার থেকে কমিয়ে ৪৭ দশমিক ৬০ ডলার করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালে জি-৭ প্রতি ব্যারেল তেলের মূল্যসীমা ৬০ ডলার করার সিদ্ধান্ত দিয়েছিল।

এই পদক্ষেপের আওতায় রাশিয়ার সঙ্গে লেনদেনকারী শিপিং সংস্থা ও বীমা কোম্পানিগুলোকে নির্ধারিত সীমার মধ্যে থেকে তেল রফতানির নির্দেশ দেওয়া হয়েছে। গত জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

জাপান সরকারের শীর্ষ একজন মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, আমরা আন্তর্জাতিক মহলকে সহযোগিতা করে ইউক্রেনকেন্দ্রিক বিদ্যমান সমস্যা সমাধানে কাজ করবো।

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করে জাপান। কিয়েভকে আর্থিক ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা প্রদান করেছে দেশটি। এর আগেও রুশ নাগরিক ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০