রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূল শনিবার ভূমিকম্পে কেঁপে উঠেছে। অঞ্চলটিতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে।  

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১১ দশমিক ৭ কিলোমিটার (৬৯ দশমিক ৩ মাইল) পূর্বে এবং ৩৯ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

এই ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলে ‘বিপজ্জনক’ ঢেউ আছড়ে পড়তে পারে।

ইউএসজিএস এর আগে ভূমিকম্পের প্রাথমিক তীব্রতা ৭.৫ জানিয়েছিল। কিন্তু পরে তা কমিয়ে ৭.৪ নির্ধারণ করা হয়।

গত জুলাই মাসে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অংশে সুনামি সতর্কতা জারি করা হয় এবং ৪ মিটার (১২ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের সৃষ্টি হয় এবং হাওয়াই থেকে জাপানে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। 

৮.৮ মাত্রার ভূমিকম্পটি ২০১১ সালের পর থেকে সবচেয়ে বড় ছিল, যখন জাপানে ৯.১ মাত্রার ভূমিকম্পে সুনামি হয় এবং ১৫ হাজারেরও বেশি লোক মারা যায়।

জুলাই মাসের ভূমিকম্পের ফলে জাপানের কর্তৃপক্ষ প্রায় বিশ লাখ মানুষকে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ
রাজবাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
সাংবাদিক শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির
চার্লি কির্ক হত্যাকাণ্ডে সন্দেহভাজন গ্রেফতার
মাদারীপুরে এক হাজার গাছের চারা রোপণ
রাকসু নির্বাচনে ৯ প্যানেলের লড়াই
সাতক্ষীরার চুনকুড়ি নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে প্রয়োজন স্থায়ী ব্যবস্থা
মাদারীপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কার্কি
চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 
১০