মাছ ধরার নৌযান আটক করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ভেনেজুয়েলা

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৭

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার একটি মাছ ধরার নৌযান আটক করায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে কারাকাস।  

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী মাদক চক্রদের ঠেকাতে টহল দেওয়ার সময় ভেনেজুয়েলার নৌযানটিকে আটক করে। 

ভেনেজুয়েলা শনিবার অভিযোগ করেছে যে, তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি মাছ ধরার নৌকাকে যুক্তরাষ্ট্র অবৈধভাবে  আটক ও দখল করেছে। মার্কিন নৌবাহিনীর  একটি যুদ্ধজাহাজ  নৌযানটিকে আটক করে।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, শুক্রবার মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস জেসন ডানহাম ডেস্ট্রয়ার নয় জন জেলে বহনকারী একটি মাছ ধরার নৌযানকে ‘অবৈধ ও শত্রুতাপূর্ণভাবে’ আটক করে। 

তিনি বিবৃতিতে আরো বলেন, যুদ্ধজাহাজটি থেকে ১৮ জন সশস্ত্র সেনা নেমে নৌযানটিকে দখলে রাখে। তারা টানা আট ঘণ্টা ধরে নৌযানটিকে আটকে রাখে।

এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত সামরিক শক্তির অবৈধ ব্যবহার ও সরাসরি উসকানি’ বলে উল্লেখ করেছেন তিনি।

গিল আরো অভিযোগ করে বলেন, যারা আটকের নির্দেশ দিয়েছেন, তারা কারাকাসের সরকার পরিবর্তনের লক্ষ্যে ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধ বৃদ্ধির ন্যায্যতা প্রমাণ করার জন্য একটি ঘটনা খুঁজছেন।

গিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দাবি করেছেন ‘ক্যারিবিয়ান অঞ্চলে নিরাপত্তা ও শান্তি বিপন্ন করে এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করুন।’

মার্কিন সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড, যা এই অঞ্চলের তত্ত্বাবধান করে এএফপির মন্তব্যের অনুরোধের কোনো তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০