ইউক্রেনে ড্রোন হামলার প্রেক্ষিতে যুদ্ধবিমান মোতায়েন করল রোমানিয়া ও পোল্যান্ড

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৮

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার নতুন ড্রোন হামলার জেরে শনিবার ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করেছে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড ও রোমানিয়া। 

রোমানিয়া জানিয়েছে, তাদের আকাশসীমায় একটি ড্রোন প্রবেশ করেছে।

কিয়েভ, ইউক্রেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়েছেন যে রাশিয়া ইচ্ছাকৃতভাবে তার ড্রোন অভিযান সম্প্রসারণ করছে। পশ্চিমা দেশগুলোর উচিত রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের জন্য নিবিড় প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিত করা।

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে এটি শুধু তখনই হবে, যখন সব ন্যাটো দেশ একই পদক্ষেপ নেবে এবং রাশিয়ান তেল কেনা বন্ধ করবে।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, প্রতিবেশী ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার হামলার সময় একটি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শনিবার গভীর রাতে দেশটি দুটি এফ-১৬ যুদ্ধবিমান উড্ডয়ন করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিমানগুলো জাতীয় আকাশসীমায় একটি ড্রোন শনাক্ত করেছিল এবং এটি রাডার থেকে অদৃশ্য হওয়া পর্যন্ত রোমানিয়ার চিলিয়া ভেচে গ্রামের কাছে ট্র্যাক করেছিল।

শনিবার, পোল্যান্ড জানিয়েছে যে রাশিয়ান ড্রোনগুলো তাদের সীমান্তের খুব কাছে ইউক্রেনে আঘাত করায় তারা ও তার ন্যাটো মিত্ররা সীমান্তে হেলিকপ্টার ও বিমান মোতায়েন করেছে।

ড্রোন হুমকির কারণে পোলিশ সামরিক কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে-এ এক বিবৃতিতে জানায়, আমাদের আকাশসীমায় পোলিশ ও মিত্রদের যুদ্ধবিমান উড়ছে আর স্থলভিত্তিক প্রতিরক্ষা ও রাডার নজরদারি ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। 

জেলেনস্কির সতর্কীকরণ:

মঙ্গলবার থেকে বুধবার রাতভর প্রায় ২০টি রাশিয়ান ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছে বলে ওয়ারশ জানিয়েছে, পোল্যান্ড ও তার সহযোগী ন্যাটো দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে।

রাশিয়া পোল্যান্ডকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করলেও, ফ্রান্স, জার্মানি ও সুইডেনসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ প্রতিক্রিয়ায় পোলিশ আকাশসীমা রক্ষায় তাদের সমর্থন বাড়িয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আজ (শনিবার) রোমানিয়া তার আকাশসীমায় একটি রাশিয়ান ড্রোনের কারণে দেশটির যুদ্ধ বিমানগুলো ঝাঁপিয়ে পড়েছে। 

তিনি আরও বলেন, আজ, পোল্যান্ড রাশিয়ান আক্রমণাত্মক ড্রোনের হুমকির বিরুদ্ধে সামরিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। এগুলো সারাদিন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার সেনাবাহিনী ঠিক জানে যে তাদের ড্রোনগুলো কোথায় যাচ্ছে এবং কতক্ষণ তারা আকাশে কাজ করতে পারবে।

তিনি আরও বলেন, সর্বশেষ ড্রোন হামলাগুলো রাশিয়ার যুদ্ধের স্পষ্ট সম্প্রসারণ।

জেলেনস্কির যুক্তি ছিল, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ও একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন।

তিনি সতর্ক করে বলেন, রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করছে। 

রাশিয়ান তেল কেনা বন্ধ করুন:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পোল্যান্ডের আকাশসীমায় ড্রোন প্রবেশ যদি ইচ্ছাকৃত হয়, তবে সেটি অত্যন্ত উত্তেজনাকর হবে।

ট্রাম্প শনিবার আবারও নিষেধাজ্ঞার প্রসঙ্গে বলেন, আমি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত আছি। তবে যখন সব ন্যাটো দেশ একইভাবে পদক্ষেপ নেবে এবং সবাই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, তখনই আমি এই নিষেধাজ্ঞা দেব।

এদিকে রাশিয়ার উফা শহরের বাইরে দেশটির অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এতে আগুন লাগে ও সামান্য ক্ষয়ক্ষতি হয়। 

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা হামলার দায় স্বীকার করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের পর থেকে ইউক্রেন নিয়মিত রাশিয়ান তেল শোধনাগারে হামলা চালিয়ে আসছে, যাতে মস্কো যুদ্ধ অর্থায়নের সক্ষমতা হারায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০