ফ্রান্সে জালিয়াতির তদন্তের সম্মুখীন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফ্রান্সে জালিয়াতির তদন্তের মুখোমুখি হচ্ছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তার বিরুদ্ধে ফরাসি তদন্তকারী দল দুর্নীতির তদন্ত শুরু করেছেন। 

রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগকারী আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৬৯ বছর বয়সী ধনকুবের টেলিকম ব্যবসায়ী নাজিব মিকাতি চলতি বছরের জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।

লেবাননের দ্য কালেকটিভ অব ফ্রডুলেন্ট অ্যান্ড ক্রিমিনাল প্র্যাক্টিসেস এবং  দুর্নীতি দমনকারী সংস্থা শেরপা ২০২৪ সালে মিকাতির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ দায়ের করে।

সংস্থাগুলো মিকাতি ও তার ভাই তাহা মিকাতির বিরুদ্ধে জালিয়াতি করে তাদের সম্পদ গড়ে তোলার অভিযোগ এনেছে।

দ্য ন্যাশনাল ফাইন্যান্সিয়াল প্রসিকিউটরের কার্যালয় আনুষ্ঠানিক তদন্তের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। 

তবে মিকাতি পরিবার পরোক্ষভাবে একটি বিবৃতিতে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগগুলো অস্বীকার করেছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, মিকাতি ও তার পরিবারের সম্পদ স্বচ্ছ পথে এবং আইনি প্রক্রিয়ায় প্রাপ্ত।

মিকাতির পরিবারের এই বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ফরাসি বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং অনুরোধ করা যে কোনো পরিপূরক তথ্য সরবরাহ করতে আমরা প্রস্তুত।’

আইনজীবীদের সংগঠনটি ইতোমধ্যেই ব্যাংক অফ লেবাননের সাবেক প্রধান রিয়াদ সালামেহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সালামেহ এখন ফরাসি কর্তৃপক্ষের জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তার ভাই রাজা সালামেহকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সে অভিযুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাতারে হামলার পর ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প
নীলফামারীর সাবেক এমপি পাভেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
যশোরে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন নিহত 
ইন্দোনেশিয়ান নাগরিককে হারানো ব্যাগ ফিরিয়ে দিল শাহ আমানত কর্তৃপক্ষ
পশ্চিম আফ্রিকার উপকূলে নৌ-দুর্ঘটনায় আটক ২
দুর্গাপূজা উপলক্ষে জমে উঠেছে পোশাকের বাজার
প্রধান উপদেষ্টা ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করলেন 
নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে 
আঙ্কারায় কয়েক হাজার মানুষের বিক্ষোভ
কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা 
১০