আঙ্কারায় কয়েক হাজার মানুষের বিক্ষোভ

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার কমপক্ষে ৫০ হাজার মানুষ এক বিক্ষোভে অংশ নিয়েছে। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) একটি গুরুত্বপূর্ণ আদালতের শুনানির আগে বিক্ষোভটি হচ্ছে।

আয়োজকদের বরাত দিয়ে আঙ্কারা থেকে এএফপি এ খবর জানায়।

তুরস্কের রাজধানী আঙ্কারায় শুনানির প্রাক্কালে সেখানকার তান্দোগান স্কয়ারে কয়েক হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভের মাধ্যমে সিএইচপি’র নেতৃত্বকে উৎখাত করা হতে পারে।

সিএইচপি’র সহ-সভাপতি মুরাত বাকান বলেছেন, ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এএফপি এক সংবাদদাতা নিশ্চিত করেছেন যে হাজার হাজার মানুষ তান্দোগান স্কয়ারে তুর্কি পতাকা উড়িয়ে ও তুর্কি প্রজাতন্ত্রের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্কের টি-শার্ট পরে এই বিক্ষোভে উপস্থিত হন।

এক বক্তৃতায়, সিএইচপি নেতা ওজগুর ওজেল সোমবারের আদালতের শুনানির কথা উল্লেখ করে বলেন, এই মামলার মাধ্যমে তাকে নেতার পদ থেকে বহিষ্কার করা হতে পারে, দলের বিরুদ্ধে সংঘটিত (বিচারিক) অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন,  ‘মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অভিযোগগুলো মিথ্যা।’ 

ওজেল বলেন, ‘এটি একটি অভ্যুত্থান এবং আমরা এটি প্রতিরোধ করব।’

সোমবারের শুনানিতে ভোট কারচুপির অভিযোগ এনে ২০২৩ সালের নভেম্বরে সিএইচপি কংগ্রেসের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওই ভোটে কংগ্রেস ওজেলকে নেতা হিসেবে নির্বাচিত করেছে।

সমালোচকরা বলছেন যে উদ্দেশ্যপ্রণোদিত এই মামলা তুরস্কের প্রাচীনতম রাজনৈতিক দলকে দুর্বল করার একটি রাজনৈতিক প্রচেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০