২০২২ সাল থেকে ইউক্রেনে বোমা হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে: মনিটর

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১০

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার ব্যাপক আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে গুচ্ছ বোমা হামলায় ১ হাজার ২শ’ জনেরও বেশি বেসামরিক লোক হতাহত হয়েছে বলে জানা গেছে।  

সোমবার একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে  জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ক্লাস্টার মিউনিশন কোয়ালিশন (সিএমসি) তার বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার পশ্চিমা প্রতিবেশীর ওপর অভিযান সম্প্রসারণের পর থেকে এক বছরে ইউক্রেনে গুচ্ছ বোমা হামলায় সর্বোচ্চ সংখ্যক হতাহতের ঘটনা রেকর্ড করেছে।

রাশিয়া যুদ্ধের প্রথম দিন থেকেই ব্যাপকভাবে নিষিদ্ধ অস্ত্রগুলো ‘ব্যাপকভাবে’ ব্যবহার করেছে। 
বার্ষিক ওই প্রতিবেদনে বলা হয়েছে যে ইউক্রেনও অস্ত্রগুলো ব্যবহার করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী ৩১৪টির মধ্যে ইউক্রেনে কমপক্ষে ১৯৩টি ক্লাস্টার অস্ত্রের হতাহতের ঘটনা রেকর্ড করা হয়েছে।
 
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে মোট  এক হাজার ২শ’ জনেরও বেশি ক্লাস্টার অস্ত্রের হতাহতের ঘটনা রেকর্ড করা হয়েছে। এই হতাহতের অধিকাংশই ২০২২ সালে ঘটেছে।

কিন্তু প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, এই সংখ্যাটি অবশ্যই একটি নাটকীয় অবমূল্যায়ন। গত বছরই ইউক্রেনে প্রায় ৪০টি ক্লাস্টার বোমা হামলার ঘটনা ঘটেছে যেখানে হতাহতের সংখ্যা দেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০