ইসরাইলি-আমেরিকান জোট ‘পশ্চিম প্রাচীরের পাথরের মতোই শক্তিশালী’: নেতানিয়াহু 

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ইসরাইলি-আমেরিকান জোটকে ‘পশ্চিম প্রাচীরের পাথরের মতোই শক্তিশালী’ বলে উল্লেখ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

রোববার তিনি বলেন, শীর্ষ মার্কিন কূটনীতিক মার্কো রুবিওর ইসরাইল সফর মিত্রদের মধ্যে সম্পর্কের শক্তিকে তুলে ধরেছে। 

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে নজিরবিহীন ইসরাইলি হামলার ক’দিন পর ঘটনাটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

মার্কিন মিত্র এবং গাজা যুদ্ধবিরতি আলোচনার প্রধান মধ্যস্থতাকারীর ওপর হামলার ফলে আরব ও মুসলিম নেতারা দোহায় সংহতি প্রদর্শনের জন্য একত্রিত হন, যেখানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বিশ্বকে ‘দ্বৈত নীতিমালা’ প্রত্যাখ্যান করার এবং ইসরাইলকে জবাবদিহি করার আহ্বান জানান।

মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারের হামলার জন্য ইসরাইলকে তিরস্কার করেছেন এবং রুবিও ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন যে  প্রেসিডেন্ট এতে ‘খুশি নন’। 

তবে তিনি জোর দিয়ে বলেছেন যে এই হামলা ‘ইসরাইলিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করবে না।’

তা সত্ত্বেও, এই হামলা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টার ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। 

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এর প্রভাব সম্পর্কে ‘আলোচনা করতে হবে’ বলে উল্লেখ করেন রুবিও।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে জড়ো  হওয়া হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে ওই অভিযানের পক্ষে যুক্তি দিয়েছেন  নেতানিয়াহু। 

তিনি বলেন, হামাস নেতাদের হত্যা গাজা যুদ্ধ শেষ করার ‘প্রধান বাধা’ দূর করবে।

তিনি আরও বলেন, রুবিও ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে, ‘জোট কখনও এত শক্তিশালী ছিল না।’

নেতানিয়াহু ও কর্মকর্তাদের সঙ্গে রুবিওর প্রধান বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে এবং মঙ্গলবার তিনি  ইসরাইল ছেড়ে যাবেন।

তাদের বৈঠকটি সোমবার কাতারে আরব ও মুসলিম নেতাদের জরুরি শীর্ষ সম্মেলনের সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। 

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি রোববার একটি প্রস্তুতিমূলক সভায় ভাষণ দেন।

থানি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিমুখী নীতি বন্ধ করার এবং ইসরাইলকে তাদের সকল অপরাধের জন্য শাস্তি দেওয়ার সময় এসেছে। 

তিনি আরও বলেন, গাজায় ইসরাইলের ‘নির্মূল যুদ্ধ’ কখনোই সফল হবে না।

আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও তাদেরকে জবাবদিহি করতে অক্ষমতা ইসরাইলকে চালিয়ে যেতে উৎসাহিত করছে বলে উল্লেখ করেন কাতারের প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইটিআই’র ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন হাসানুজ্জামান
মোল্লাহাটে বালুবাহী ট্রলির চাপায় শিশুর মৃত্যু
কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ: ৮ শ্রমিক কারাগারে 
ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদনের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক
সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিনকে কারা হাসপাতালে স্থানান্তর
কাতার হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে রুবিও’র আলোচনা
ইংল্যান্ডে যুবাদের শেষ ম্যাচও পরিত্যক্ত
অঘোষিত ফাইনাল পরিত্যক্ত হওয়ায় সমতায় শেষ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ
ম্যানচেস্টার ডার্বিতে জয়ের হাসি ম্যান সিটির
আফতাবনগর-রামপুরা সংযোগে নড়াই নদীর উপর তিনটি সেতুর নির্মাণকাজ উদ্বোধন
১০