সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি : ২০৫০ সাল নাগাদ ঝুঁকিতে ১৫ লাখ অস্ট্রেলীয়

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বন্যার জেরে ২০৫০ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় ১০ লক্ষাধিক মানুষের ঘরবাড়ি ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে। এছাড়া, তাপমাত্রা বৃদ্ধি সম্পর্কিত অসুস্থতায় মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাবে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি জনজীবন জটিল করে তুলছে।

অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, আমরা এখন জলবায়ু পরিবর্তনের সঙ্গে বসবাস করছি। এটি এখন আর কোনো পূর্বাভাস, অনুমান বা ভবিষ্যদ্বাণী নয়; এটি এখন বাস্তব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ নিতে অনেক দেরি হয়ে গেছে।

অস্ট্রেলিয়া সরকারের জন্য ব্যক্তি উদ্যোগে প্রস্তুত করা এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী ১৫ লাখ মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় বন্যার ঝুঁকিতে পড়বে। ২০৯০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঝুঁকিতে পড়বে প্রায় ৩০ লাখ অস্ট্রেলীয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ঘরবাড়ি ও জীবিকা উল্লেখযোগ্যভাবে হুমকির সম্মুখীন হতে পারে। বিশেষ করে টোরেস স্ট্রেইট দ্বীপপুঞ্জের মতো স্থানে ঝুঁকি অনেক বেশি রয়েছে।

আজকের প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ করা হলো, যখন অস্ট্রেলিয়া আগামী সপ্তাহে দেশটির পরবর্তী দফার কার্বন নিঃসরণ হ্রাস লক্ষ্যমাত্রা প্রকাশ করতে চলেছে।

বহু অস্ট্রেলীয়র প্রত্যাশা, দেশটি এবার আরো উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা প্রকাশ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০