সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি : ২০৫০ সাল নাগাদ ঝুঁকিতে ১৫ লাখ অস্ট্রেলীয়

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বন্যার জেরে ২০৫০ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় ১০ লক্ষাধিক মানুষের ঘরবাড়ি ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে। এছাড়া, তাপমাত্রা বৃদ্ধি সম্পর্কিত অসুস্থতায় মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাবে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি জনজীবন জটিল করে তুলছে।

অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, আমরা এখন জলবায়ু পরিবর্তনের সঙ্গে বসবাস করছি। এটি এখন আর কোনো পূর্বাভাস, অনুমান বা ভবিষ্যদ্বাণী নয়; এটি এখন বাস্তব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ নিতে অনেক দেরি হয়ে গেছে।

অস্ট্রেলিয়া সরকারের জন্য ব্যক্তি উদ্যোগে প্রস্তুত করা এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী ১৫ লাখ মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় বন্যার ঝুঁকিতে পড়বে। ২০৯০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঝুঁকিতে পড়বে প্রায় ৩০ লাখ অস্ট্রেলীয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ঘরবাড়ি ও জীবিকা উল্লেখযোগ্যভাবে হুমকির সম্মুখীন হতে পারে। বিশেষ করে টোরেস স্ট্রেইট দ্বীপপুঞ্জের মতো স্থানে ঝুঁকি অনেক বেশি রয়েছে।

আজকের প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ করা হলো, যখন অস্ট্রেলিয়া আগামী সপ্তাহে দেশটির পরবর্তী দফার কার্বন নিঃসরণ হ্রাস লক্ষ্যমাত্রা প্রকাশ করতে চলেছে।

বহু অস্ট্রেলীয়র প্রত্যাশা, দেশটি এবার আরো উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা প্রকাশ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে পুলিশের 'ওপেন হাউজ ডে' 
জুলাই বিদ্রোহ সম্পর্কিত ফৌজদারি মামলার অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটি গঠন 
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ 
সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 
জনমত গঠনের লক্ষ্যে ৫ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক 
সীমান্ত পাহারায় বিজিবির সদস্যরা তৎপর ও সতর্ক অবস্থায় রয়েছে : রামু সেক্টর কমান্ডার
নতুন কুঁড়ি প্রতিযোগিতা বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা 
সারা দেশে ৩ হাজার ৪৭৫ জন নার্স নিয়োগ চূড়ান্ত করে পদায়ন করা হয়েছে : স্বাস্থ্য সচিব
গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
১০