সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি : ২০৫০ সাল নাগাদ ঝুঁকিতে ১৫ লাখ অস্ট্রেলীয়

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বন্যার জেরে ২০৫০ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় ১০ লক্ষাধিক মানুষের ঘরবাড়ি ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে। এছাড়া, তাপমাত্রা বৃদ্ধি সম্পর্কিত অসুস্থতায় মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাবে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি জনজীবন জটিল করে তুলছে।

অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, আমরা এখন জলবায়ু পরিবর্তনের সঙ্গে বসবাস করছি। এটি এখন আর কোনো পূর্বাভাস, অনুমান বা ভবিষ্যদ্বাণী নয়; এটি এখন বাস্তব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ নিতে অনেক দেরি হয়ে গেছে।

অস্ট্রেলিয়া সরকারের জন্য ব্যক্তি উদ্যোগে প্রস্তুত করা এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী ১৫ লাখ মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় বন্যার ঝুঁকিতে পড়বে। ২০৯০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঝুঁকিতে পড়বে প্রায় ৩০ লাখ অস্ট্রেলীয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ঘরবাড়ি ও জীবিকা উল্লেখযোগ্যভাবে হুমকির সম্মুখীন হতে পারে। বিশেষ করে টোরেস স্ট্রেইট দ্বীপপুঞ্জের মতো স্থানে ঝুঁকি অনেক বেশি রয়েছে।

আজকের প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ করা হলো, যখন অস্ট্রেলিয়া আগামী সপ্তাহে দেশটির পরবর্তী দফার কার্বন নিঃসরণ হ্রাস লক্ষ্যমাত্রা প্রকাশ করতে চলেছে।

বহু অস্ট্রেলীয়র প্রত্যাশা, দেশটি এবার আরো উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা প্রকাশ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০