সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিনকে কারা হাসপাতালে স্থানান্তর

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বার্ধক্য ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার কারণে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে সোমবার কারাগারের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দেশটির কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা এএফপি’কে এ তথ্য জানিয়েছেন।

ব্যাংকক থেকে এএফপি এই খবর জানিয়েছে। 

থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট গত সপ্তাহে রায় দেয়, ৭৬ বছর বয়সী থাকসিনকে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। কারণ, তিনি ২০২৩ সালে সাজা ঘোষণার পর কারাগারের সেলে না থেকে হাসপাতালের একটি কক্ষে অবস্থান করেছিলেন।

টেলিকম খাতের এই ব্যবসায়ী থাইল্যান্ডের অন্যতম ধনী ব্যক্তি এবং সবচেয়ে বিতর্কিত রাজনীতিকদের একজন। তিনি একটি রাজনৈতিক বংশের প্রধান। যারা দুই দশক ধরে দেশটির রাজতন্ত্র ও সামরিকপন্থী প্রতিষ্ঠানের সঙ্গে লড়াই করে আসছেন। তবে তার রাজনৈতিক প্রভাব এখন কমে যাচ্ছে।

গত মাসে আদালতের আদেশে তার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত হন এবং থাকসিন এখন ব্যাংককের ক্লং প্রিম কারাগারে বন্দি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কারা কর্মকর্তা জানান, থাকসিনকে তাঁর বয়স ও দীর্ঘমেয়াদি রোগজনিত স্বাস্থ্য পরিস্থিতির কারণে চিকিৎসা শাখায় স্থানান্তর করা হয়েছে। তবে তিনি চিকিৎসা নিচ্ছেন নাকি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে চিকিৎসা শাখায় নেওয়া হয়েছে, তা সম্পর্কে কিছু বলেননি ওই কর্মকর্তা।

সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন তাঁর মা ও বড় বোনকে সঙ্গে নিয়ে সোমবার থাকসিনের সঙ্গে সাক্ষাত করেন। এর আগে তিনি বাধ্যতামূলক কোয়ারেটাইন সম্পন্ন করেন।

৩০ মিনিটের সাক্ষাতের পর পেতংতার্ন সাংবাদিক ও জেল প্রাঙ্গণে জড়ো হওয়া থাকসিনের সমর্থকদের বলেন, নিয়ম অনুযায়ী তাঁর বাবার চুল কেটে দেওয়া হয়েছে।

তিনি বলেন, তাঁর স্বাস্থ্য ভালো। তাঁর কিছুটা রক্তচাপের সমস্যা আছে। তবে কারাগারে থাকা প্রত্যেকের জন্য মানসিক চাপের কারণে এমনটা স্বাভাবিক।

থাকসিন ২০০১ সালে প্রথমবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০০৫ সালে পুনরায় নির্বাচিত হন। তবে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই সামরিক অভ্যুত্থানের মুখে তিনি নির্বাসনে চলে যান।

২০২৩ সালের আগস্টে দেশে ফেরার পর তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে তিনি কখনো কারাগারের সেলে রাত কাটাননি। তাঁকে সরাসরি একটি বেসরকারি হাসপাতালের কক্ষে রাখা হয়। পরে রাজকীয় ক্ষমায় তাঁর সাজা এক বছরে নামিয়ে আনা হয় এবং প্রবীণ বন্দিদের জন্য প্রাথমিক মুক্তি প্রকল্পের আওতায় তিনি ছাড়া পান।

তার আইনজীবী উইনইয়াত চাটমন্ট্রি সাংবাদিকদের বলেন, থাকসিনের বর্তমান সাজা কারাগারের বাইরে ভোগের জন্য আবেদন করার এখনো সময় আসেনি। এটি বিবেচনার আগে নিয়ম অনুযায়ী কারাগারে কিছু সময় কাটাতে হবে।

তিনি আরো জানান, থাকসিন কোনো বিশেষ সুবিধা চাননি, নিরাপত্তা ব্যবস্থা বা বিশেষ কক্ষও তাঁর জন্য বরাদ্দ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 
জনমত গঠনের লক্ষ্যে ৫ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক 
সীমান্ত পাহারায় বিজিবির সদস্যরা তৎপর ও সতর্ক অবস্থায় রয়েছে : রামু সেক্টর কমান্ডার
নতুন কুঁড়ি প্রতিযোগিতা বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা 
সারা দেশে ৩ হাজার ৪৭৫ জন নার্স নিয়োগ চূড়ান্ত করে পদায়ন করা হয়েছে : স্বাস্থ্য সচিব
গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
সাতক্ষীরায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু
মাইলস্টোন ট্রাজেডি : বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছেন আরও একজন শিক্ষার্থী 
ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
১০