গাজায় যুদ্ধ বন্ধে কাতারের ‘গঠনমূলক ভূমিকা’ সমর্থন করে যুক্তরাষ্ট্র : রুবিও

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০ আপডেট: : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার ইসরাইলকে বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় কাতারের ‘গঠনমূলক ভূমিকা’ যুক্তরাষ্ট্র সমর্থন করছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুবিও উভয়েই গত সপ্তাহে কাতারে হামলার বিরোধিতা করেছেন। কাতার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটির অবস্থান হিসেবে পরিচিত।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে রুবিও বলেন, আমরা এখন কী ঘটছে, পরবর্তী ধাপ কী হবে এবং গাজার যুদ্ধের অবসান ঘটাতে কাতার কীভাবে ভূমিকা রাখতে পারে—এ বিষয়েই আমরা মনোযোগী।

রুবিও নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমরা কাতারকে এ ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখতে উৎসাহ প্রদান অব্যাহত রাখব।

নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলার যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সম্পূর্ণ দায়ভার গ্রহণ করি। কারণ আমরা বিশ্বাস করি, সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া উচিত নয় এবং হোলোকস্টের পর ইহুদি জনগণের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের পরিকল্পনাকারীরা কোনোভাবে নিরাপদ থাকবে না।

তিনি হামাসের ওপর হামলাকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর আল-কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাহসী পদক্ষেপ এবং ২০১১ সালে পাকিস্তানে হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনকে হত্যা করার সঙ্গে তুলনা করেন।

নেতানিয়াহু বলেন, যেসব দেশ আজ ইসরাইলকে নিন্দা করছে,তারা কখনও বলেনি- এ কী ভয়ানক কাজ হয়েছে, পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা সন্ত্রাসীদের কার্যত একটি ঘাঁটি দিয়ে দিলে আপনাদের সার্বভৌমত্ব থাকে না।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে ইসরাইল ও যুক্তরাষ্ট্র কাতারের ভূমিকা উৎসাহিত করেছিল। কাতার হামাসকে কয়েক মিলিয়ন ডলার স্থানান্তরের মাধ্যমে গাজার স্থিতিশীলতা রক্ষা করার চেষ্টা করেছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে ব্যবহার করে হামাসের কার্যকলাপ নজরদারি করা এবং তাদেরকে ইরানে ঘাঁটি গড়ে তুলতে বাধা দেওয়ার সুযোগ হিসেবেও দেখেছে। ইরান প্রকাশ্যে হামাসকে সমর্থন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০