ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি হামলার পর মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
দোহা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ কাতার যাচ্ছেন রুবিও। ইসরাইলের সাম্প্রতিক হামলার এক সপ্তাহ পর গাজার মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে পাশে থাকার আহ্বান জানাতে যাচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্র কাতারকে আশ্বস্ত করতে চায় যে, তাদের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে রওনা হওয়ার সময় তিনি একথা বলেন।
ইসরাইল থেকে কাতারের উদ্দেশে যাত্রার আগে রুবিও বলেন, ‘যুদ্ধবিরতির সম্ভাবনা কম হলেও কাতার অনন্য ভূমিকা রাখতে পারে। ইসরাইল সোমবার রাতেও গাজায় বড় ধরনের নতুন বিমান হামলা চালিয়েছে।
তিনি বলেন, ‘আমরা কাতারকে অনুরোধ করব যেন তারা আগের মতোই গঠনমূলক ভূমিকা পালন করে এবং আমরা এজন্য কৃতজ্ঞ। তারা শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করতে পারে।’
রুবিও বলেন, ‘গত সপ্তাহের ঘটনার পর, তারা এই ভূমিকায় থাকতে চায় কি-না, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা চাই, তারা জানুক— বিশ্বে যদি কোনো দেশ এই সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করতে পারে, তাহলে তা কাতার।’
রুবিও আরও বলেন, ইসরাইলি সামরিক পদক্ষেপ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি শিগগিরই চূড়ান্ত করা হবে।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘কাতারে আর হামলা চালাবেন না।’
তবে রুবিও ইসরাইলে এই মন্তব্য করেননি।
নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে তিনি কাতার সম্পর্কে মন্তব্যে সতর্ক ছিলেন এবং শুধু বলেন, ‘হামলার পর ভবিষ্যতের দিকে তাকানোই এখন গুরুত্বপূর্ণ।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, রুবিও দোহায় ‘ইসরাইলের হামলার পর কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করবেন।’
পররাষ্ট্র দফতর জানায়, রুবিও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রে রয়েছে কাতার।
যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার সময় হামাস নেতারা একত্রিত হলে ইসরাইল হামলা চালায়।
রুবিও গাজা সিটিতে ইসরাইলের নতুন অভিযান এবং হামাস নির্মূলের লক্ষ্যের পক্ষে অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, কূটনৈতিক সমাধান এখন অনিশ্চিত।
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর, সোমবার রাতে গাজা সিটিতে ভয়াবহ বিমান হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানায়।