ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আজারবাইজানের রাজধানী বাকুর একটি আদালত জানিয়েছে, মঙ্গলবার আজারবাইজান ফ্রান্স-ভিত্তিক একজন বিশিষ্ট ব্লগার এবং সরকারের সমালোচক মোহাম্মদ মির্জালিকে তার অনুপস্থিতিতে প্রায় সাড়ে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।
বাকু থেকে এএফপি এই খবর জানিয়েছে।
একজন বিচারক বলেছেন, মির্জালি ‘গণঅস্থিরতার ডাক’ এবং ‘রাষ্ট্রের বিরুদ্ধে জনসাধারণকে আপিল’ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।
আদালত বলেছে, মির্জালি সমনের জবাব দেননি এবং তার অনুপস্থিতিতে মামলার বিচার করা হয়েছিল। তিনি বেশ কয়েক বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন।
মির্জালি নির্বাসিত আজারবাইজানিদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট ভিন্নমতাবলম্বীদের মধ্যে একজন।
২০২১ সালে পশ্চিম ফ্রান্সের নান্তেস শহরে তাকে ঘুষি ও ছুরিকাঘাত করা হয়। তিনি এই আক্রমণকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিযোগ করেছিলেন।
অক্টোবরে, আজারবাইজান সরকারের আরেক ফ্রান্স-ভিত্তিক সমালোচক ব্লগার ভিদাদি ইসগান্ডারলিকে পূর্বাঞ্চলীয় শহর মুলহাউসে তার অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাত করা হলে দুই দিন পর তিনি মারা যান।
তার পরিবার এটিকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছে।
২০০৩ সাল থেকে শক্তিশালী ইলহাম আলিয়েভের নেতৃত্বে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আজারবাইজানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ভিন্নমত এবং স্বাধীন সাংবাদিকতাকে দমন করার অভিযোগ রয়েছে।