কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪২
অস্কারজয়ী হলিউড অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড। ফাইল ছবি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্কারজয়ী হলিউড অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। চলচ্চিত্র জগতে ছয় দশক ধরে অভিনয় ও পরিচালনায় অনন্য প্রতিভার স্বাক্ষর রাখা এই কিংবদন্তি আজ মঙ্গলবার ভোরে ইউটাহর বাড়িতে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

লস এঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পাবলিসিটি ফার্ম রজার্স অ্যান্ড কাউয়ান পিএমকের সিইও সিন্ডি বার্জারের এক বিবৃতিতে বলা হয়েছে, রেডফোর্ড ঘুমের মধ্যে মারা গেছেন এবং তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

বার্জার বলেন, রবার্ট রেডফোর্ড আজ ১৬ সেপ্টেম্বর ইউটাহের পর্বতের মধ্যে অবস্থিত সানড্যান্সে তার প্রিয় আবাস্থলে মৃত্যুবরণ করেছেন। জায়গাটি তিনি ভীষণ ভালোবাসতেন। সেখানে তার প্রিয়জনেরা উপস্থিত ছিলেন।

রবার্ট রেডফোর্ড ১৯৬৯ সালে হিপি ওয়েস্টার্ন চলচ্চিত্র  ‘বাচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড’-এ পল নিউম্যানের সঙ্গে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।

অভিনয়ে ২০ বছর পার করার পর তিনি ক্যামেরার পেছনে যান এবং অস্কারজয়ী পরিচালক হিসেবে খ্যাতি পান । যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসব’ু-এর প্রতিষ্ঠাতাও তিনি।

প্রকৃতিপ্রেমী এবং পরিবেশবাদী রেডফোর্ড ইউটাহের প্রাকৃতিক পরিবেশ ও সম্পদ সংরক্ষণের জন্যও লড়েছেন।

রবার্ট চার্লস রেডফোর্ড জুনিয়র ১৯৩৬ সালের ১৮ আগস্ট  ক্যালিফোর্নিয়াযর সান্তা মনিকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন একাউন্ট্যান্টের সন্তান ছিলেন। তার প্রথম স্ত্রী লোলা ভ্যান ওয়াগেননের পক্ষে তার চার সন্তান জন্ম নেয়। তাাদের মধ্যে একজন শিশু অবস্থায় মারা যায়। ২০০৯ সালে তিনি জার্মান শিল্পী এবং দীর্ঘদিনের বান্ধবী সিবিলি জাগার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিশ্বব্যাপী ইংরেজি ভাষার চলচ্চিত্রে সুপরিচিত নাম রেডফোর্ড ‘অর্ডিনারি পিপল’ (১৯৮০) এর জন্য সেরা পরিচালকের অস্কার জেতেন এবং ২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন।

২০০২ সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানসূচক অস্কার প্রদানকালে মার্কিন অভিনেত্রী বার্বরা স্ট্রেইস্যান্ড বলেন, ‘অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে রবার্ট রেডফোর্ডের কাজ সবসময় তার নিজের প্রতিচ্ছবি বহন করে; তিনি বুদ্ধিজীবী, শিল্পী, কাওবয়।’

রেডফোর্ডের সবচেয়ে প্রিয় চরিত্রগুলোর একটি ছিল ১৯৭৬ সালের ক্লাসিক আমেরিকান রাজনৈতিক থ্রিলার ‘অল দ্য প্রেসিডেন্টস ম্যান’ চলচ্চিত্রে। দুই সাংবাদিক কীভাবে ওয়াটারগেট কেলেঙ্কারি উদঘাটন করেন, এ সিনেমায় তা তুলে ধরা হয়। 

‘দ্য স্টিং’ (১৯৭৩)-এ ১৯৩০-এর দশকের প্রতারক চরিত্রে অভিনয়ের জন্য তিনি একমাত্র সেরা অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন পান।

উদার ও পরিবেশপ্রেমী রেডফোর্ডের অন্যতম অর্জন ১৯৮৫ সালে স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসব’ চালু করা।

হলিউডের বাণিজ্যি এবং বৈচিত্র্যের অভাবের কারণে বিরক্ত চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটি শুরু করা হয় এবং এতে জিম জারমুশ, কুইন্টিন তারান্টিনো ও স্টিভেন সোডারবার্গের মতো প্রধান স্বাধীন পরিচালকরা বিকশিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি
১০