অভূতপূর্ব দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য পৌঁছেছেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। 

দেশটিতে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য নজিরবিহীন।

যুক্তরাজ্য সরকার রাজকীয় লাল গালিচা বিছিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা ও তার স্ত্রী মেলানিয়া লন্ডনের কাছে স্ট্যানস্টেড বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার সময় গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমানযাত্রার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটা খুব বড় একটা ব্যাপার হতে যাচ্ছে।’

ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি দেশটিতে দুইবার রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেয়েছেন। 

ব্রিটিশ রাজপরিবারের প্রতি ট্রাম্প দীর্ঘদিন ধরেই অনুরক্ত।

এর আগে ২০১৯ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে তিনি সফর করেছেন।

ট্রাম্পের জন্য রাজা তৃতীয় চার্লস স্থানীয় সময় আজ বুধবার উইন্ডসর ক্যাসেলে এক রাজকীয় ভোজ ও ঘোড়ার গাড়িতে যাত্রায় স্বাগত জানাবেন। 

এরপর বৃহস্পতিবার ট্রাম্প প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে তার গ্রামীণ বাসভবনে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘চার্লস, যিনি এখন রাজা, তিনি আমার বন্ধু। তিনি অত্যন্ত মার্জিত ভদ্রলোক এবং তিনি দেশের প্রতিনিধিত্ব অত্যন্ত সুন্দরভাবে করেন।’

এই সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উইন্ডসর ক্যাসেলকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে, যাতে করে ট্রাম্পকে জনতার কাছ থেকে দূরে রাখা যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সমুদ্র পরিবহনে কার্বন করের পক্ষে ভোটদানকারি দেশগুলোকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
১০