ইয়েমেনের মানবিক সমন্বয়কারীকে এডেনে সরিয়ে নিল জাতিসংঘ

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৮

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতিসংঘ ইয়েমেনে তাদের শীর্ষ মানবিক সমন্বয়কারীকে হুথি-নিয়ন্ত্রিত সানা থেকে সরকার-নিয়ন্ত্রিত এডেন শহরে স্থানান্তর করেছে বলে জানা গেছে। 

মঙ্গলবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় বেশ কয়েকজন জাতিসংঘ কর্মীকে আটকের পর, এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘ইয়েমেনের জন্য আবাসিক সমন্বয়কারীর নিয়োগস্থল সানা থেকে অন্তর্বর্তী রাজধানী এডেনে স্থানান্তরিত করার জাতিসংঘের সিদ্ধান্তকে’ স্বাগত জানিয়েছে।

বিবৃতিতে  আরো বলা হয়, ‘মন্ত্রণালয় জাতিসংঘের সমস্ত সংস্থা, তহবিল ও কর্মসূচিকে তাদের দেশের প্রতিনিধিদের অস্থায়ী রাজধানীতে স্থানান্তরিত করার জন্য উৎসাহিত করছে।’

২০১৪ সালে বিদ্রোহীরা সানা থেকে সরকারকে উৎখাত করার পর, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে তাদের সদর দপ্তর স্থাপন করে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর একজন মুখপাত্র স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুখপাত্র বলেন, ‘আবাসিক সমন্বয়কারী সানায় তার উপস্থিতি বজায় রাখবেন। তিনি সানাসহ সারা দেশে সফর করবেন।’

জাতিসংঘ গত আগস্টে বলেছে, ইসরাইলি এক হামলায় তাদের প্রধানমন্ত্রীর নিহত হওয়ার পর হুথিরা কমপক্ষে ১১ জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে। 

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) মঙ্গলবার জানায়, হুথি কর্তৃপক্ষ বর্তমানে ৪৪ জন মানবিক কর্মীকে ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে, যাদের মধ্যে তাদের সংস্থার ২১ জন কর্মী রয়েছেন।

সংস্থাটি অবিলম্বে তাদের মুক্তির আহ্বান জানিয়েছে।

২০২৫ সালের ৩১ আগস্ট থেকে এখন পর্যন্ত জাতিসংঘের ২১ জন কর্মী আটক হয়েছেন। এর সঙ্গে আন্তর্জাতিক এনজিওগুলোর আরও ২৩ জন বর্তমান ও সাবেক কর্মীকে আটক করা হয়েছে বলে একই সূত্রে জানা গেছে।

জাতিসংঘের মতে, দশ বছরের গৃহযুদ্ধ আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে একটিতে নিমজ্জিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০