ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চীনের নাগরিকদের ‘হয়রানি’ বিষয়ে ওয়েলিংটনের কাছে অভিযোগ করেছে নিউজিল্যান্ডে অবস্থিত চীনা দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, দেশটির বিমান বন্দরগুলোতে চীনা নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং তাদের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হচ্ছে।
ওয়েলিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চীনা দূতাবাস মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, ‘নিউজিল্যান্ডের একটি বিমানবন্দরে ট্রানজিট করার সময় একজন চীনা নাগরিক কোনো কারণ ছাড়াই নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের দ্বারা হয়রানি ও জিজ্ঞাসাবাদের শিকার হন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তার ব্যক্তিগত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করা হয়েছে এবং এগুলোর একটিও এখনো ফেরত দেওয়া হয়নি।’
‘চীনা নাগরিকদের নিউজিল্যান্ডে প্রবেশ ও ট্রানজিটের সময় এমন ধরনের হয়রানির বেশ কয়েকটি ঘটনার’ খবর দূতাবাস পেয়েছে।
বেইজিং এই ‘অযৌক্তিক আচরণ ও হয়রানির’ নিন্দা জানিয়ে বলেছে, ‘এ ধরনের ভুল আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে।’
দূতাবাস জানায়, তারা নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
এর জবাবে ওয়েলিংটন জানিয়েছে, দেশটিতে প্রবেশকারী সকল ব্যক্তিকেই আইন ও নিয়ম মেনে চলতে হয়। বিশেষ করে ‘জাতীয় নিরাপত্তা ও সীমান্ত নিরাপত্তা’ সংক্রান্ত নিয়মাবলি।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘এই আইন ও নিয়মাবলি কোনও দেশের নাগরিকদের প্রতি বৈষম্য না করে সমভাবে প্রয়োগ করা হচ্ছে। এই বিষয়গুলো চীনা দূতাবাসকে জানানো হয়েছে।’
এদিকে নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তারা যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে তা ‘আইনের আওতায়’ ও ‘স্বাধীন পর্যবেক্ষণের আওতায়’ নেওয়া হয়েছে।