নাইজারে বন্দুক হামলায় নিহত ২২

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নাইজারের পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বন্দুক হামলায় ২২ জন নিহত হয়েছে। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে খৃষ্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে ও তাকুবাতের উপকণ্ঠে এ হামলা চালায়। 

স্থানীয় গণমাধ্যম ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার আবিজান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সোমবার বুরকিনা ফাসো ও মালির কাছে টিলাবেরি অঞ্চলে এ হামলা চালানো হয়। 

আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)-এর সঙ্গে যুক্ত জিহাদি গোষ্ঠীগুলো সেখানে সক্রিয় রয়েছে।
এলাকার একজন বাসিন্দা এএফপিকে জানান, তাকুবাত গ্রামে একটি বাপ্তিস্ম অনুষ্ঠানে প্রথমে ১৫ জনকে গুলি করে হত্যা করা হয়।

হামলাকারীরা মোটরসাইকেলে এসে এ হামলা চালায়।

নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, ‘হামলাকারীরা এরপর তাকুবাতের উপকণ্ঠে যেয়ে আরও সাত জনকে হত্যা করে।’

স্থানীয় সংবাদমাধ্যম এলমায়েস্ট্রো টিভি জানায়, কোনো প্রকার কারণ বা যুক্তি ছাড়াই ২২ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে।

নাইজেরিয়ার মানবাধিকার কর্মী মাইকুল জোদি সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘টিলাবেরি অঞ্চল আবারও বর্বরতার কবলে পড়েছে। নিরীহ পরিবারগুলোকে শোক ও হতাশায় নিমজ্জিত করছে।’

দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা নাইজারের সামরিক নেতারা, টিলাবেরিতে বিশাল সেনাবাহিনীর উপস্থিতি বজায় রাখা সত্ত্বেও, জিহাদি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে লড়াই করেছেন।

গত সপ্তাহে এই অঞ্চলে প্রায় ২০ জন সৈন্য নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০