ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জার্মান, ব্রিটিশ ও ফরাসি পররাষ্ট্র মন্ত্রীরা আজ (স্থানীয় সময় বুধবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। ফ্রান্সের কূটনৈতিক একটি সূত্র এএফপি’কে এ তথ্য জানিয়েছে।
আজ বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হলে তেহরানের ওপর নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করার জন্য ইউরোপীয় দেশগুলো গত মাসে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। ওই সতর্কতার জেরে দেশগুলোর সঙ্গে ইরানের আলোচনার খবর এলো।