যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত, আহত ২

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গতকাল বুধবার এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্য নিহত এবং আরো দু’জন গুরুতর আহত হয়েছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানান, পুলিশের পাঁচ সদস্যের ওপর গুলি চালিয়েছে ওই বন্দুকধারী। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা গেছে। বাকি দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, তাদের শারীরিক পরিস্থিতি এখনো আশঙ্কাজনক।

পারিবারিক ঝামেলা সংক্রান্ত অভিযোগের তদন্তে গিয়ে বন্দুকধারীর হামলার শিকার হন ওই পুলিশ সদস্যরা।

পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস আরও বলেন, এ ঘটনায় হামলাকারী নিহত হয়েছে। সে পুলিশের গুলিতে প্রাণ হারায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে, জনসাধারণের জন্য এ ঘটনায় আর কোনো ঝুঁকি নেই।

স্থানীয় সময় বুধবার বিকেলে ফিলাডেলফিয়া থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ইয়র্ক কাউন্টির কোদোরাস টাউনশিপে বন্দুক হামলার ঘটনা ঘটে।

ক্রিস্টোফার বলেন, তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তারিত তথ্য এখনই জানানো হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০