কিরগিজস্তানে ২ সাংবাদিকের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৮
ছবি : ইউরোশিয়া নেট

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কিরগিজস্তানে গণঅসন্তোষ ও সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টার দায়ে একটি অনুসন্ধানী সংবাদমাধ্যমের দু’জন ফটোসাংবাদিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মধ্য এশিয়ার দেশটিতে গণতন্ত্র চর্চা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকলেও মানবাধিকার লঙ্ঘন, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব ও জনগণের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে।

আদালতের রায়ের কপি পেয়েছে এএফপি। তাতে বলা হয়েছে, বেসরকারি গণমাধ্যম ক্লুপ-এ কর্মরত দুই ফটোসাংবাদিককে সরকারি কর্মকর্তাদের বাধা দেওয়া ও সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে গতকাল বুধবার দোষী সাব্যস্ত করা হয়েছে।

বেসরকারি অর্থায়নে, বিশেষ করে পশ্চিমা দাতাদের অর্থায়নে পরিচালিত ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা ক্লুপ’কে গত বছর সরকারের তীব্র সমালোচনার পর নিষিদ্ধ করা হয়। তার পরেও ক্লুপ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল।

সাজাপ্রাপ্ত আলোকচিত্রীরা যথাক্রমে ১৯৯৭ ও ২০০২ সালে জন্মগ্রহণ করেছেন।

ক্লুপ জানিয়েছে, যে কাজের জন্য তাদের সাজা দেওয়া হলো, ওই দুই ফটোসাংবাদিক এর সঙ্গে যুক্ত ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০