কিরগিজস্তানে ২ সাংবাদিকের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৮
ছবি : ইউরোশিয়া নেট

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কিরগিজস্তানে গণঅসন্তোষ ও সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টার দায়ে একটি অনুসন্ধানী সংবাদমাধ্যমের দু’জন ফটোসাংবাদিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মধ্য এশিয়ার দেশটিতে গণতন্ত্র চর্চা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকলেও মানবাধিকার লঙ্ঘন, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব ও জনগণের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে।

আদালতের রায়ের কপি পেয়েছে এএফপি। তাতে বলা হয়েছে, বেসরকারি গণমাধ্যম ক্লুপ-এ কর্মরত দুই ফটোসাংবাদিককে সরকারি কর্মকর্তাদের বাধা দেওয়া ও সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে গতকাল বুধবার দোষী সাব্যস্ত করা হয়েছে।

বেসরকারি অর্থায়নে, বিশেষ করে পশ্চিমা দাতাদের অর্থায়নে পরিচালিত ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা ক্লুপ’কে গত বছর সরকারের তীব্র সমালোচনার পর নিষিদ্ধ করা হয়। তার পরেও ক্লুপ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল।

সাজাপ্রাপ্ত আলোকচিত্রীরা যথাক্রমে ১৯৯৭ ও ২০০২ সালে জন্মগ্রহণ করেছেন।

ক্লুপ জানিয়েছে, যে কাজের জন্য তাদের সাজা দেওয়া হলো, ওই দুই ফটোসাংবাদিক এর সঙ্গে যুক্ত ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০