গাজায় ‘মানবাধিকার লঙ্ঘনের’ তদন্ত করবে স্পেন : এটর্নি জেনারেল

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্পেন আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহায়তা করার জন্য ‘গাজায় মানবাধিকার লঙ্ঘনের’ তদন্ত করবে। আইসসি যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার স্পেনের এটর্নি জেনারেল এ কথা বলেছেন। 

মাদ্রিদ থেকে এএফপি এই খবর জানিয়েছে।

এটর্নি জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনের শীর্ষ কৌঁসুলি আলভারো গার্সিয়া ওরটিজ ‘গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের তদন্তের জন্য একটি কার্যকরী দল গঠনের জন্য ডিক্রি জারি করেছেন’।

বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারী দলের লক্ষ্য হবে ‘প্রমাণ সংগ্রহ করা এবং উপযুক্ত সংস্থার কাছে তা উপস্থাপন করা, যার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবাধিকার সম্পর্কিত স্পেনের বাধ্যবাধকতা পূরণ করা’।

এতে আরও বলা হয়েছে, ‘ফিলিস্তিনি ভূখণ্ডের বর্তমান পরিস্থিতির মুখোমুখি হয়ে গাজায় সংঘটিত ‘অপরাধের’ বিষয়ে আমাদের দেশে সংগৃহীত সকল প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ আইসিসি’র মামলায় সম্ভাব্য ব্যবহারের জন্য ‘অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত’।

গাজায় ইসরাইলি অভিযানে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

গাজায় গণহত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ এনে স্পেন আরেকটি মামলা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) দায়ের করেছে।

হেগ-ভিত্তিক উভয় আদালতই মামলাগুলো নিয়ে ইসরাইল এবং তার মিত্রদের তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক বিচার আদালত ‘ক্ষমতার অপব্যবহার’ করেছে বলে ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ইসরাইল এই মামলায় ১২৫ সদস্যের রাষ্ট্র আইসিসি’র এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০