রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি সন্দেহে ব্রিটেনে গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৯

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি সন্দেহে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে তিনজনকে গ্রেফতার করেছে ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশ। আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পুলিশ জানিয়েছে, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা সন্দেহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪১ বছর বয়সী পুরুষ এবং ৩৫ বছর বয়সী এক নারীকে একই ঠিকানা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য এলাকা থেকে ৪৬ বছর বয়সী একজন পুরুষকে গ্রেফতার করা হয়।

কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান ডমিনিক মারফি জানান, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ‘প্রক্সি’ হিসেবে কাজ করা লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে।

ব্রিটেনে রাশিয়ার হয়ে কাজ করার দায়ে গত মে মাসে বুলগেরিয়ার ছয় নাগরিকের কারাদণ্ড হয়েছে। এছাড়া আরো কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি আটক হওয়ার পর সাজা ঘোষণার অপেক্ষায় রয়েছে।

ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান জানান, রাশিয়া ব্রিটেনের মাটিতে কাজ করার জন্য ব্যক্তিগত গোয়েন্দা সংস্থা ও অপরাধীদের নিয়োগ করছে। ব্রিটেনে কোনো ভিন দেশের হয়ে কাজ করার আগে আবারো বিষয়টি ভেবে দেখার হুঁশিয়ারি দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০