রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি সন্দেহে ব্রিটেনে গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৯

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি সন্দেহে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে তিনজনকে গ্রেফতার করেছে ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশ। আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পুলিশ জানিয়েছে, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা সন্দেহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪১ বছর বয়সী পুরুষ এবং ৩৫ বছর বয়সী এক নারীকে একই ঠিকানা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য এলাকা থেকে ৪৬ বছর বয়সী একজন পুরুষকে গ্রেফতার করা হয়।

কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান ডমিনিক মারফি জানান, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ‘প্রক্সি’ হিসেবে কাজ করা লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে।

ব্রিটেনে রাশিয়ার হয়ে কাজ করার দায়ে গত মে মাসে বুলগেরিয়ার ছয় নাগরিকের কারাদণ্ড হয়েছে। এছাড়া আরো কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি আটক হওয়ার পর সাজা ঘোষণার অপেক্ষায় রয়েছে।

ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান জানান, রাশিয়া ব্রিটেনের মাটিতে কাজ করার জন্য ব্যক্তিগত গোয়েন্দা সংস্থা ও অপরাধীদের নিয়োগ করছে। ব্রিটেনে কোনো ভিন দেশের হয়ে কাজ করার আগে আবারো বিষয়টি ভেবে দেখার হুঁশিয়ারি দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০