সুদের হার অপরিবর্তিত রাখল জাপানের কেন্দ্রীয় ব্যাংক

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) :  জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে) শুক্রবার জানিয়েছে, তাদের মূল সুদের হার ০.৫ শতাংশে অপরিবর্তিত থাকবে। যদিও অর্থনীতিবিদরা ধারণা করছেন, আগামী কয়েক মাসের মধ্যে সুদ বাড়ানোর ঘোষণা আসতে পারে।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তবে ব্যাংক অব জাপান (বিওজে) বলেছে, তারা পূর্বে সুদের হার কম রাখতে যেসব আর্থিক সম্পদ কিনেছিল সেগুলো বিক্রি করবে। এর মধ্যে এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) অন্তর্ভুক্ত থাকবে। এ সিদ্ধান্তকে নীতিগত কড়াকড়ির নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

বিওজে বিবৃতিতে আরও বলেছে, প্রতিটি অঞ্চলের বাণিজ্য ও অন্যান্য নীতির কারণে বৈদেশিক অর্থনীতিতে শ্লথগতি তৈরি হচ্ছে। এর ফলে দেশীয় করপোরেট মুনাফাও কমতে পারে। তাই জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যম পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে। 

সরকারি তথ্য অনুযায়ী, সরকারি জ্বালানি ভর্তুকির কারণে আগস্ট মাসে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে মুদ্রাস্ফীতি ২.৭ শতাংশে নেমে আসার মাত্র কয়েক ঘণ্টা পর এই ঘোষণা আসে। একই সময়ে চালের দাম আগের বছরের তুলনায় ৬৮.৮ শতাংশ বেড়েছে।

যদিও কোর ইনফ্লেশন এখনও বিওজের দুই শতাংশ লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক চলতি বছরের শেষ ভাগে বা ২০২৬ সালের শুরুতে সুদের হার বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে ভেজাল গুড় উৎপাদনে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন
রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ-পানির সরবরাহ বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি বুরকিনা ফাসোর
১০