পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের পৃথক পৃথক ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন।

কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান আফগানিস্তান ও ইরানের সীমান্তে অবস্থিত। সম্প্রতি এ অঞ্চলে সহিংসতা বেড়েছে এবং এর জবাবে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে নেমেছে পাকিস্তান।

বৃহস্পতিবার ইরানের নিকটবর্তী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাস্ত এলাকায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আধাসামরিক বাহিনীর একটি বহরে হামলা করে।

স্থানীয় দুই সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, সেখানে তিনজন সেনা সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি।

আফগান সীমান্তের কাছে বৃহস্পতিবার রাতে আরেকটি বিস্ফোরণে ছয়জন শ্রমিক নিহত হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ আলী ।

বিচ্ছিন্নতাবাদীরা এক দশক ধরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, বেলুচ জনগণের প্রতি বৈষম্য দূর করতে হবে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ অভিযানের মধ্যে নির্বিচারে আটক ও স্থানীয়দের গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

এ মাসের শুরুতে প্রাদেশিক রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
১০