পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের পৃথক পৃথক ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন।

কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান আফগানিস্তান ও ইরানের সীমান্তে অবস্থিত। সম্প্রতি এ অঞ্চলে সহিংসতা বেড়েছে এবং এর জবাবে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে নেমেছে পাকিস্তান।

বৃহস্পতিবার ইরানের নিকটবর্তী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাস্ত এলাকায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আধাসামরিক বাহিনীর একটি বহরে হামলা করে।

স্থানীয় দুই সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, সেখানে তিনজন সেনা সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি।

আফগান সীমান্তের কাছে বৃহস্পতিবার রাতে আরেকটি বিস্ফোরণে ছয়জন শ্রমিক নিহত হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ আলী ।

বিচ্ছিন্নতাবাদীরা এক দশক ধরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, বেলুচ জনগণের প্রতি বৈষম্য দূর করতে হবে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ অভিযানের মধ্যে নির্বিচারে আটক ও স্থানীয়দের গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

এ মাসের শুরুতে প্রাদেশিক রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে : নাহিদ ইসলাম
বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল শুরু
ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর পদ পেলেন তামিম
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকাতে ‘ন্যায্য’ প্রস্তাব দিয়েছে ইরান
বাংলামোটরে মিছিল : আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান কারাগারে
'রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫' খসড়ার ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
সাংবাদিক শিবলী স্মরণে উত্তরা প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সম্পন্ন
রাজশাহীতে জেএফএ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ খেলা অনুষ্ঠিত
১০