টিকটক ইস্যুতে অগ্রগতির দাবি ট্রাম্পের, চীন সফরের ঘোষণা

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে আলোচনায়, বিশেষ করে জনপ্রিয় অ্যাপ টিকটক বিক্রির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন। 

শুক্রবার তিনি আরও ঘোষণা দিয়েছেন যে তিনি চীন সফর করবেন। তবে বেইজিং তাদের আলোচনার বিষয়ে তুলনামূলকভাবে আরও সতর্ক মূল্যায়নের প্রস্তাব দিয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করে হোয়াইট হাউজে আসার পর, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির নেতা, ট্রাম্প ও চিনপিংয়ের মধ্যে দ্বিতীয়বারের মতো টেলিফোনে কথা হয়েছে। 

এক সময় চীনের তীব্র সমালোচক হলেও, ট্রাম্প এবার সেখান থেকে কিছুটা পিছু হটে দ্বিপাক্ষিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছেন।

মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরে টিকটককে চীনা মালিকানা থেকে আলাদা করতে চাইছে। তরুণ মার্কিনদের মধ্যে অ্যাপটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, যা নিজেও ব্যবহার করে সমর্থন আদায় করেছেন ট্রাম্প। 

ট্রাম্প বলেন, সি এই চুক্তিতে অনুমোদন দিয়েছেন, তবে এখনো স্বাক্ষর বাকি। 

চীনের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত কোনো সমঝোতা নিশ্চিত করা হয়নি।

তিনি আরও বলেন যে সি ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই যুদ্ধে চীন রাশিয়াকে গুরুত্বপূর্ণ পরোক্ষ সহায়তা প্রদান করেছে।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেন যে তিনি ও সি চিনপিং টিকটকসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে অগ্রগতিতে পৌঁছেছেন। 

তিনি আগামী মাসের শেষে দক্ষিণ কোরিয়ায় শুরু হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে সি’র সঙ্গে দেখা করবেন এবং পরের বছর চীন ভ্রমণ করবেন বলে জানান।

ট্রাম্প আরও বলেন যে সি একটি অনির্দিষ্ট সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন এবং দুই নেতা আবার টেলিফোনে কথা বলবেন।

চীন তাদের বিবৃতিতে জানায়, চীন আলোচনার বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়ে জানিয়েছে যে টিকটক ইস্যুতে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার। ব্যবসায়িক সমাধান বাজারের নিয়ম মেনে হতে হবে এবং তা অবশ্যই চীনা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। 

চীন আশা করে যে মার্কিন পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী চীনা কোম্পানিগুলির জন্য একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ প্রদান করবে। 

বিবৃতিতে তারা এই আহ্বানকে ‘স্পষ্ট ও গভীর’ বলে বর্ণনা করেছে।

গত বছর জো বাইডেনের রাষ্ট্রপতিত্বের সময় মার্কিন কংগ্রেস একটি আইন পাস করে, যাতে জাতীয় নিরাপত্তার কারণে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে তার মার্কিন কার্যক্রম বিক্রি করতে বাধ্য করা হয়, অন্যথায় অ্যাপটির নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

ট্রাম্পের প্রথম মেয়াদসহ মার্কিন নীতিনির্ধারকরা সতর্ক করে দিয়েছেন যে চীন আমেরিকানদের তথ্য খনন করতে বা সোশ্যাল মিডিয়ায় তারা যা দেখে, তার ওপর প্রভাব ফেলতে টিকটক ব্যবহার করতে পারে।

কিন্তু একজন আগ্রহী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ট্রাম্প মঙ্গলবার আবারও অ্যাপটির নিষেধাজ্ঞা স্থগিত করেছেন।

টিকটক কেনার সম্ভাব্য ক্রেতাদের মধ্যে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ল্যারি এলিসনের মালিকানাধীন প্রযুক্তি সংস্থা ওরাকলসহ ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন ধনকুবেরের নাম শোনা যাচ্ছে।

এলিসন ট্রাম্পের একজন সমর্থক, যার অর্থ টিকটক হবে প্রেসিডেন্টর নিয়ন্ত্রণ বা প্রভাবের অধীনে আসা সর্বশেষ মিডিয়া বা সোশ্যাল মিডিয়া অ্যাপ।

একজন প্রাক্তন মার্কিন বাণিজ্য কর্মকর্তা ও বর্তমানে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেন, এখনো অনেক প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে অ্যালগরিদমের নিয়ন্ত্রণ ও বেইজিংয়ের কঠোর অবস্থানের বিষয়টি।

তিনি বলেন, বেইজিং কঠোরভাবে খেলতে আগ্রহী এবং যে কোনও ছাড়ের জন্য ওয়াশিংটনের কাছ থেকে অর্থ পাওয়ার প্রয়োজন দেখাচ্ছে।

ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় চীনকে শত্রু হিসেবে নিরলসভাবে আক্রমণ করেছিলেন। কিন্তু ক্ষমতায় ফিরে আসার পর থেকে সি’র সঙ্গে তার দৃঢ় সম্পর্কের কথা বলেন।

এই বছরের শুরুতে মাসব্যাপী বিরোধের সময় উভয় পক্ষই নাটকীয়ভাবে একে অপরের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধি করে, যা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করে।

ওয়াশিংটন ও বেইজিং কর কমানোর জন্য একটি চুক্তিতে পৌঁছেছে, যার মেয়াদ নভেম্বরে শেষ হচ্ছে। 
মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানিতে ৩০ শতাংশ শুল্ক আরোপ করবে এবং চীন মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের নিয়ে একটি বড় সামরিক কুচকাওয়াজের মাধ্যমে সি’র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের করার পর এই ফোনালাপ শুরু হয়।

চীনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন ভূমিকার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা উপহার প্রদান
ট্রাফিক আইন ভঙ্গে গত দুইদিনে ডিএমপির ৩৮০৮ মামলা
‘মীন সন্ধানী’ জাহাজের জরিপ ও গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য উপদেষ্টার
কমনওয়েলথ বৃত্তির সুযোগ নিয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য আলোচনা
রাশিয়ার হামলায় ইউক্রেনে হতাহত ১৪ 
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা
বাগেরহাটে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ 
বাংলাদেশ মিশনের উদ্যোগে নয়াদিল্লিতে প্রথম জামদানি প্রদর্শনী
টোগোর প্রেসিডেন্টের সমালোচনার অভিযোগে আবারও গ্রেফতার হলেন সঙ্গীতশিল্পী আমরন
গোপালগঞ্জে কুমার নদে নৌকাবাইচে হাজারো মানুষের ঢল
১০