লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২ 

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় দুই জন নিহত ও ১১ জন আহত হয়েছে। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, তিবনিনের একটি সরকারি হাসপাতালের বাইরে একটি গাড়িতে ইসরাইলের বিমান হামলায়’ একজন নিহত ও ১১ জন আহত হয়েছে। এছাড়াও আনসারের একটি গাড়িতে পৃথক হামলায় একজন নিহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার আম্মার হায়েল কুতায়বানিকে হত্যা করেছে। 

তারা হামলার সঠিক অবস্থান উল্লেখ করেনি।

এতে আরও বলা হয়েছে যে তারা তিবনিনে গোষ্ঠীর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন সদস্যকেও হত্যা করেছে এবং দক্ষিণাঞ্চলীয় শহর নাকুরায় ইসরাইলি সেনাদের ওপর ‘গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য হিজবুল্লাহ ব্যবহৃত একটি জাহাজে’ আঘাত করেছে।

ইসরাইল পাঁচটি শহরে বোমা হামলা চালানোর একদিন পর এই হামলা চালানো হয়েছে। তারা বাসিন্দাদের ওই শহরগুলো থেকে সরে যেতে বলেছিল।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর বেশ ক’টি অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়েছেন এবং তিনি পৃষ্ঠপোষক দেশগুলোর নীরবতা আগ্রাসনকে আরও উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন ‘অবিলম্বে লেবাননের সার্বভৌমত্বের এই স্পষ্ট লঙ্ঘনের অবসান ঘটানোর সময় এসেছে।’ 

জাতিসংঘের শান্তিরক্ষী বলেছে, লেবাননের দক্ষিণে এই হামলাগুলো ‘গত বছরের নভেম্বর থেকে নির্মিত ভঙ্গুর স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে’ এবং তারা ইসরাইলকে ‘আর কোনও হামলা থেকে বিরত থাকতে এবং লেবাননের ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে সরে যাওয়ার’ আহ্বান জানিয়েছে।

হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটাতে নভেম্বরে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালিয়েছে।

মার্কিন চাপের মুখে, লেবাননের সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ ইসরাইলি সীমান্তের কাছাকাছি এলাকায় ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে নিরস্ত্র করার পরিকল্পনা করার নির্দেশ দেয় বৈরুত।

পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগি গত সপ্তাহে বলেন, লেবাননের সেনাবাহিনী তিন মাসের মধ্যে সীমান্তের কাছে হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা উপহার প্রদান
ট্রাফিক আইন ভঙ্গে গত দুইদিনে ডিএমপির ৩৮০৮ মামলা
‘মীন সন্ধানী’ জাহাজের জরিপ ও গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য উপদেষ্টার
কমনওয়েলথ বৃত্তির সুযোগ নিয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য আলোচনা
রাশিয়ার হামলায় ইউক্রেনে হতাহত ১৪ 
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা
বাগেরহাটে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ 
বাংলাদেশ মিশনের উদ্যোগে নয়াদিল্লিতে প্রথম জামদানি প্রদর্শনী
টোগোর প্রেসিডেন্টের সমালোচনার অভিযোগে আবারও গ্রেফতার হলেন সঙ্গীতশিল্পী আমরন
গোপালগঞ্জে কুমার নদে নৌকাবাইচে হাজারো মানুষের ঢল
১০