লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২ 

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় দুই জন নিহত ও ১১ জন আহত হয়েছে। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, তিবনিনের একটি সরকারি হাসপাতালের বাইরে একটি গাড়িতে ইসরাইলের বিমান হামলায়’ একজন নিহত ও ১১ জন আহত হয়েছে। এছাড়াও আনসারের একটি গাড়িতে পৃথক হামলায় একজন নিহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার আম্মার হায়েল কুতায়বানিকে হত্যা করেছে। 

তারা হামলার সঠিক অবস্থান উল্লেখ করেনি।

এতে আরও বলা হয়েছে যে তারা তিবনিনে গোষ্ঠীর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন সদস্যকেও হত্যা করেছে এবং দক্ষিণাঞ্চলীয় শহর নাকুরায় ইসরাইলি সেনাদের ওপর ‘গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য হিজবুল্লাহ ব্যবহৃত একটি জাহাজে’ আঘাত করেছে।

ইসরাইল পাঁচটি শহরে বোমা হামলা চালানোর একদিন পর এই হামলা চালানো হয়েছে। তারা বাসিন্দাদের ওই শহরগুলো থেকে সরে যেতে বলেছিল।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর বেশ ক’টি অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়েছেন এবং তিনি পৃষ্ঠপোষক দেশগুলোর নীরবতা আগ্রাসনকে আরও উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন ‘অবিলম্বে লেবাননের সার্বভৌমত্বের এই স্পষ্ট লঙ্ঘনের অবসান ঘটানোর সময় এসেছে।’ 

জাতিসংঘের শান্তিরক্ষী বলেছে, লেবাননের দক্ষিণে এই হামলাগুলো ‘গত বছরের নভেম্বর থেকে নির্মিত ভঙ্গুর স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে’ এবং তারা ইসরাইলকে ‘আর কোনও হামলা থেকে বিরত থাকতে এবং লেবাননের ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে সরে যাওয়ার’ আহ্বান জানিয়েছে।

হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটাতে নভেম্বরে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালিয়েছে।

মার্কিন চাপের মুখে, লেবাননের সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ ইসরাইলি সীমান্তের কাছাকাছি এলাকায় ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে নিরস্ত্র করার পরিকল্পনা করার নির্দেশ দেয় বৈরুত।

পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগি গত সপ্তাহে বলেন, লেবাননের সেনাবাহিনী তিন মাসের মধ্যে সীমান্তের কাছে হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
১০