গাজা সিটিতে ‘নজিরবিহীন শক্তি’ প্রয়োগের ঘোষণা ইসরাইলি সেনাবাহিনীর 

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৬ আপডেট: : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৩

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গাজায় ‘নজিরবিহীন শক্তি’ ব্যবহার করা হবে বলে ঘোষণা করেছে ইসরাইলি সেনাবাহিনী। 

ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার এ ঘোষণা দিয়েছে। 

ইসরাইলি সেনাবাহিনী গাজা সিটিতে তাদের স্থল অভিযান চালিয়ে যাচ্ছে এবং তারা বাসিন্দাদেরকে শহর ত্যাগ করতে বলেছে। 

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এই আক্রমণ এমন এক সময় চালানো হচ্ছে, যখন কয়েকটি পশ্চিমা সরকার আগামী সপ্তাহে একটি জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

এই সরকারগুলোর মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সও রয়েছে। 

এদিকে, শহর ছেড়ে যেতে ইসরাইলের নির্দেশের পর অনেক ফিলিস্তিনি বলেছে, তারা জানে না যে তারা কোথায় যাবে।

পশ্চিম গাজা সিটির একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি খালেদ আল-মাজদালাভি ‘তীব্র ও অবিরাম’ গোলাবর্ষণের বর্ণনা দিয়ে এএফপিকে বলেন, ‘বেশ কয়েক দিন ধরে, আমরা দক্ষিণে পালানোর চেষ্টা করছি। কিন্তু আমরা কোনও পরিবহনের ব্যবস্থা করতে পারছি না। 

৩২ বছর বয়সী ওই ব্যক্তি আরো জানিয়েছেন, ‘আমরা অবশেষে আজ সকালে চলে যাওয়ার পথ পেয়েছি। আমাদের জিনিসপত্র গোছালাম এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলাম। কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। 

জাতিসংঘের ধারণা, গাজা শহর এবং এর আশেপাশে প্রায় দশ লাখ মানুষ বাস করছে।

শুক্রবার সেনাবাহিনী জানিয়েছে যে আগস্টের শেষের দিক থেকে ৪ লাখ ৮০ হাজার মানুষ পালিয়ে গেছে।

তবে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ৪ লাখ ৫০ হাজার মানুষ পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন ভঙ্গে গত দুইদিনে ডিএমপির ৩৮০৮ মামলা
‘মীন সন্ধানী’ জাহাজের জরিপ ও গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য উপদেষ্টার
কমনওয়েলথ বৃত্তির সুযোগ নিয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য আলোচনা
রাশিয়ার হামলায় ইউক্রেনে হতাহত ১৪ 
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা
বাগেরহাটে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ 
বাংলাদেশ মিশনের উদ্যোগে নয়াদিল্লিতে প্রথম জামদানি প্রদর্শনী
টোগোর প্রেসিডেন্টের সমালোচনার অভিযোগে আবারও গ্রেফতার হলেন সঙ্গীতশিল্পী আমরন
গোপালগঞ্জে কুমার নদে নৌকাবাইচে হাজারো মানুষের ঢল
বিশ্বকে ইসরাইলের হুমকিতে ভীত হওয়া উচিত নয় : জাতিসংঘ মহাসচিব
১০