টোগোর প্রেসিডেন্টের সমালোচনার অভিযোগে আবারও গ্রেফতার হলেন সঙ্গীতশিল্পী আমরন

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : টোগোর প্রেসিডেন্ট ফাউরে গনাসিংবেকে সমালোচনা করার জন্য পরিচিত টোগোর জনপ্রিয় সঙ্গীতশিল্পী বা র‌্যাপার আমরনকে শুক্রবার আবারও গ্রেফতার করা হয়েছে। 

তার আইনজীবী জানিয়েছেন, একজন সাবেক মন্ত্রীকে আটক করার দুই দিন পর তাকে গ্রেফতার করা হয়।

লোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মে মাসে আমরনের প্রথম গ্রেফতারির ঘটনা দেশটিতে ক্ষোভ সৃষ্টি করেছিল এবং এটি গনাসিংবের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভের ঝড় তোলে। যার ফলে জনসাধারণের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু হয়।

গনাসিংবে ২০০৫ সালে পিতার মৃত্যুর পর প্রেসিডেন্ট পদে আসীন হন। তার পিতা ৩৮ বছর ধরে ক্ষমতায় ছিলেন।

সমালোচকরা বলছেন, তিনি সংবিধান সংশোধনের মাধ্যমে তার শাসন শক্তিশালী করার চেষ্টা করছেন।

আমরনের আইনজীবী সেলেস্টিন আগবোগান  বলেছেন, ‘আমরনকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, জনবিক্ষোভের ডাক দেওয়া ও সেনাবাহিনীকে বিদ্রোহে প্ররোচিত করার অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে।’

এই সঙ্গীত শিল্পীকে ৩০ আগস্ট তার নিজ এলাকা লোমেতে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ তাকে থামিয়ে দেয়। 

তার আসল নাম নার্সিস এসোয়ে চাল্লা, আমরন।

মে মাসে তাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং একটি মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জুন মাসে প্রকাশ্যে গনাসিংবের কাছে ক্ষমা চাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।

সমালোচকদের ওপর টোগোর দমন, বিদ্যুতের দাম বৃদ্ধি ও প্রেসিডেন্টের সাংবিধানিক সংস্কারের বিরুদ্ধে জুনে বিক্ষোভের অন্যতম কারণ ছিল তার আটক।

টোগোর মানবাধিকার সংগঠনগুলোর মতে, বিক্ষোভে কমপক্ষে সাত জন নিহত হয়েছে। 

সরকারের বিরুদ্ধে সোচ্চার সমালোচক হয়ে ওঠা একজন সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে আটক করার  দুই দিন পর আমরনকে গ্রেফতার করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু
শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধন
ইউএপি, ঢাবি ও জার্মান বিশ্ববিদ্যালয়ের যৌথ আন্তর্জাতিক সম্মেলন শুরু
প্রাকৃতিক সম্পদ চুক্তিতে স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রশংসা
বিএনপি ফিনিক্স পাখির মতো, ষড়যন্ত্রকারীরাই পালিয়েছে : মির্জা ফখরুল 
কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি জব্দ 
ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : সৈয়দা রিজওয়ানা হাসান
লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার কারাবন্দিকে আইনি সহায়তা
দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে 
সাতক্ষীরায় আড়াই ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ সচল
১০