টোগোর প্রেসিডেন্টের সমালোচনার অভিযোগে আবারও গ্রেফতার হলেন সঙ্গীতশিল্পী আমরন

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : টোগোর প্রেসিডেন্ট ফাউরে গনাসিংবেকে সমালোচনা করার জন্য পরিচিত টোগোর জনপ্রিয় সঙ্গীতশিল্পী বা র‌্যাপার আমরনকে শুক্রবার আবারও গ্রেফতার করা হয়েছে। 

তার আইনজীবী জানিয়েছেন, একজন সাবেক মন্ত্রীকে আটক করার দুই দিন পর তাকে গ্রেফতার করা হয়।

লোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মে মাসে আমরনের প্রথম গ্রেফতারির ঘটনা দেশটিতে ক্ষোভ সৃষ্টি করেছিল এবং এটি গনাসিংবের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভের ঝড় তোলে। যার ফলে জনসাধারণের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু হয়।

গনাসিংবে ২০০৫ সালে পিতার মৃত্যুর পর প্রেসিডেন্ট পদে আসীন হন। তার পিতা ৩৮ বছর ধরে ক্ষমতায় ছিলেন।

সমালোচকরা বলছেন, তিনি সংবিধান সংশোধনের মাধ্যমে তার শাসন শক্তিশালী করার চেষ্টা করছেন।

আমরনের আইনজীবী সেলেস্টিন আগবোগান  বলেছেন, ‘আমরনকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, জনবিক্ষোভের ডাক দেওয়া ও সেনাবাহিনীকে বিদ্রোহে প্ররোচিত করার অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে।’

এই সঙ্গীত শিল্পীকে ৩০ আগস্ট তার নিজ এলাকা লোমেতে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ তাকে থামিয়ে দেয়। 

তার আসল নাম নার্সিস এসোয়ে চাল্লা, আমরন।

মে মাসে তাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং একটি মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জুন মাসে প্রকাশ্যে গনাসিংবের কাছে ক্ষমা চাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।

সমালোচকদের ওপর টোগোর দমন, বিদ্যুতের দাম বৃদ্ধি ও প্রেসিডেন্টের সাংবিধানিক সংস্কারের বিরুদ্ধে জুনে বিক্ষোভের অন্যতম কারণ ছিল তার আটক।

টোগোর মানবাধিকার সংগঠনগুলোর মতে, বিক্ষোভে কমপক্ষে সাত জন নিহত হয়েছে। 

সরকারের বিরুদ্ধে সোচ্চার সমালোচক হয়ে ওঠা একজন সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে আটক করার  দুই দিন পর আমরনকে গ্রেফতার করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০