ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হবে। এদিকে বর্তমানে ইউক্রেনজুড়ে রুশ আক্রমণ তীব্র হয়েছে। ইউক্রেনও রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা চালিয়েছে।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আজ শনিবার জেলেনস্কি বলেন, রাশিয়া গতরাতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র ও ৫৮০টি ড্রোন হামলা হয়েছে ইউক্রেনে। এসব হামলায় অন্তত তিনজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।
জেলেনস্কি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে। ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনা করবেন।
ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ যেন না হয়, সেই নিরাপত্তা নিশ্চয়তা দাবি করে আসছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনও পশ্চিমা-সমর্থিত নিরাপত্তা নিশ্চয়তা দাবির অনুরূপ চাহিদা জানিয়ে আসছে। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন সতর্ক করে দিয়েছেন যে, ইউক্রেনে যেকোনো পশ্চিমা সেনা অগ্রহণযোগ্য এবং এরকম ঘটলে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে।
যুদ্ধ দ্রুত থামানোর জন্য মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টা অনেকটা স্থবির হয়ে গেছে। রাশিয়াও কার্যকরভাবে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।