ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন এইচ-১বি ভিসা নীতিমালা সম্পর্কে শনিবার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস। কেবল নতুন আবেদনকারীরা একবার ফি হিসেবে এক লাখ ডলার জমা দেবেন। এটি নবায়নের জন্য প্রযোজ্য হবে না।
যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ভিসা নীতিটি ঘোষণা করে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, এটি একবারের ফি যা শুধু ভিসার আবেদনের সময় দিতে হবে। এটি নতুন ভিসার জন্য দিতে হবে, নবায়ন বা বর্তমান ভিসাধারীদের জন্য
মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক শুক্রবার জানান, ভিসার ফি প্রতিবছর দিতে হবে। কিন্তু নির্বাহী আদেশের লেখা দেখে ভিসাধারীরা বিভ্রান্ত হয়েছেন। তারা বুঝতে পারেননি এটি তাদের জন্য প্রযোজ্য।