ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন 

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৮

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। রোববার দেশ দু’টির কর্তৃপক্ষ সম্ভাব্য বন্যা ও ভূমিধসের আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। 

ফিলিপাইনের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঝড়টি ‘দ্রুত শক্তিশালী’ হয়ে উঠছে এবং মঙ্গলবার বিকেলের মধ্যে জনবহুল বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া পরিষেবা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ঝড়ের কেন্দ্রস্থলে প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার এবং ২৩০ কিলোমিটার বেগে পশ্চিমে দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছিল।

স্বরাষ্ট্র বিভাগের সচিব জনভিক রেমুল্লা এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় কর্মকর্তাদের ‘বিপজ্জনক অঞ্চল থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সময় নষ্ট করা উচিত নয়।’

তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বের হুয়ালিয়েন কাউন্টি থেকে প্রায় ৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। 

এতে আরো বলা হয়, টাইফুনের গতিবিধির ওপর নির্ভর করে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।

ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও  রোববার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মূল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে ‘মারাত্মক বন্যা ও ভূমিধস’ হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশংঙ্কা করছি যে আজ রাত থেকে সুপার টাইফুনের প্রভাব অনুভূত হবে। সবচেয়ে শক্তিশালী প্রভাব দেখা দেবে আগামীকাল সকাল ৮টায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সকল ধর্মের মর্মবাণী মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম : নৌ পরিবহন উপদেষ্টা
আফগানিস্তান দল থেকে বাদ ফারুকি-নাইব-জানাত
মহানবী (সা.) মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক : ধর্ম উপদেষ্টা 
দুর্গাপূজা উপলক্ষে শাঁখারীবাজারে ‘শাঁখা’ কেনার ধুম
ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গোৎসব শুরু
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৫১ মামলা
দিনাজপুরে পূজামন্ডপের জন্য ৬৩৭ মেট্রিক টন পাঁচশ’ কেজি চাল বরাদ্দ
শরণখোলায় চালু হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র
তুরাগে পরিবারিক কলহে স্ত্রীকে হত্যা: স্বামীসহ গ্রেফতার ২
পরিকল্পনা কমিশনের সদস্য মো. রুহুল আমিন ওএসডি
১০