পেরুর সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ 

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৬

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পেরুর রাজধানী লিমায় শনিবার সরকার বিরোধী কয়েকশ বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। 

বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকরা জানিয়েছেন, পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করলে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও লাঠি ছুঁড়ে মারে। 

‘জেনারেশন জি’ নামে এক যুব সংগঠনের আয়োজিত এই বিক্ষোভ পেরুতে সংগঠিত অপরাধ, সরকারি অফিসে দুর্নীতি ও সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে ক্রমবর্ধমান সামাজিক অস্থিরতারই বহিঃপ্রকাশ।

পদবি প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে ৫৪ বছর বয়সী বিক্ষোভকারী গ্ল্যাডিস বলেন, আজ দেশের গণতন্ত্র আগের মতো নেই। সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। 

পুলিশের উপস্থিতিতে শহরের কেন্দ্রস্থলে প্রায় ৫০০ লোক জড়ো হয়। 

বিক্ষোভকারী সেলিন আমাসিফুয়েন বলেন, ‘কংগ্রেসের কোনও বিশ্বাসযোগ্যতা নেই, এমনকি জনগণের অনুমোদনও নেই। তারা এই দেশে সর্বনাশ ডেকে আনছে।’

বিক্ষোভকারীরা লিমায় নির্বাহী ও কংগ্রেস ভবনের দিকে যাওয়ার চেষ্টা করার সময় সংঘর্ষ শুরু হয়।

রেডিও স্টেশন এক্সিটোসা জানিয়েছে, সংঘর্ষে তাদের প্রতিবেদক ও একজন ক্যামেরাম্যান গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে কমপক্ষে তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।

ক্রমবর্ধমান চাঁদাবাজি ও  সংঘবদ্ধ অপরাধের  কারণে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সমর্থন হ্রাস পেয়েছে। 

আগামী বছর তার মেয়াদ শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহানবী (সা.) মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক : ধর্ম উপদেষ্টা 
দুর্গাপূজা উপলক্ষে শাঁখারীবাজারে ‘শাঁখা’ কেনার ধুম
ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গোৎসব শুরু
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৫১ মামলা
দিনাজপুরে পূজামন্ডপের জন্য ৬৩৭ মেট্রিক টন পাঁচশ’ কেজি চাল বরাদ্দ
শরণখোলায় চালু হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র
তুরাগে পরিবারিক কলহে স্ত্রীকে হত্যা: স্বামীসহ গ্রেফতার ২
পরিকল্পনা কমিশনের সদস্য মো. রুহুল আমিন ওএসডি
জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
১০