ভেনিজুয়েলার জনসাধারণের জন্য সামরিক প্রশিক্ষণের আয়োজন

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় এবং ভেনিজুয়েরার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই শনিবার দেশটি তার বেসামরিক নাগরিকদের জন্য দিনব্যাপী এক সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে।

কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। 

প্রায় এক মাস আগে, ওয়াশিংটন ভেনিজুয়েলার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল। এর সমর্থনে পুয়ের্তো রিকোতে পাঠানো এফ-৩৫ যুদ্ধবিমান ছিল, যাকে তারা মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান বলে অভিহিত করে।

ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদ্রিনো লোপেজ ক্যারিবীয় অঞ্চলে ‘অঘোষিত যুদ্ধ’ চালানোর জন্য ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। 

মার্কিন হামলায় তার দেশের উপকূলে বেশ কয়েকজন মাদক পাচারকারী নিহত হয়েছে।

কারাকাস মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনিজুয়েলার শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা এবং দেশটির তেল ও অন্যান্য সম্পদ চুরি করার অভিযোগও করেছে।

অস্ত্র পরিচালনা ও অন্যান্য ‘বিপ্লবী প্রতিরোধ’ কৌশল সম্পর্কে মিনি-কোর্সের এই প্রশিক্ষণের লক্ষ্যে একদিনের জন্য কারাকাসের জনাকীর্ণ পেটারে এলাকার প্রধান সড়কটি বন্ধ রাখা হয়।

৩৮ বছর বয়সী অফিস কর্মী লুজবি মন্টেরোলা বলেন, ‘আমার দেশ, আমার জন্মভূমি, আমার জাতি ও ভেনিজুয়েলা আমার কাছে যা সত্যিই গুরুত্বপূর্ণ, তা রক্ষা করার জন্য আমার কী শেখা দরকার, তা শিখতে আমি এখানে এসেছি। আমি কাউকেই ভয় পাই না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০