সিরিয়ায় সরকারি বাহিনীর বোমা হামলায় ৭ জন নিহত 

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৩

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর বোমা হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ওই এলাকা কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে।

লেবাননের রাজধানী বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন তেল ও গ্যাস ক্ষেত্রসহ উত্তর এবং উত্তর-পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করে। সেখানে এসডিএফ তাদের সেনাবাহিনী হিসেবে কাজ করে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো প্রদেশের দেইর হাফের এলাকার উম্মে টিনা গ্রামে ‘সিরীয় সেনাবাহিনীর সদস্যদের’ বোমা হামলায় পাঁচজন নারী ও দুই শিশু নিহত হয়েছে।

গত বছরের শেষের দিকে ইসলামপন্থী বাহিনী সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর এ বছরের মার্চ মাসে নতুন কর্তৃপক্ষ এবং এসডিএফ কুর্দি প্রশাসনের বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত করার বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয়। তবে কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

দেইর হাফের এলাকায় সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ-এর মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব
এটিইও নিয়োগ : এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬১৪ জন
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া 
মির্জা ফখরুলের সঙ্গে ক্যাথেরিন সিসিলের সৌজন্য সাক্ষাৎ
সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হচ্ছে মিথ্যার সঙ্গে লড়াই করা : কাদের গনি চৌধুরী
এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনে নিষ্পত্তির নির্দেশ ইসির
বুধবার থেকে পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিয়ে কর্মশালা
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট 
ঝিনাইদহে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
১০