ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কলম্বিয়ায় সোনার খনি দুর্ঘটনায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে মাটির নিচে আটকে থাকা সাত শ্রমিকের লাশ আজ রোববার খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা।
কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গত ১২ সেপ্টেম্বর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউকায় লাইসেন্সবিহীন সোনার খনি ধসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি, অগ্নিনির্বাপন কর্মী ও স্থানীয় বাসিন্দারা আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছেন। স্থানীয় সময় শনিবার রাতে লাশ খুঁজে পাওয়া যায়। দেশটির সরকারি কর্মকর্তাদের ধারণা, শ্রমিকরা শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।
ওই অঞ্চলে অনুমোদনবিহীন খনিতে বহু শ্রমিক কাজ করে। ফলে এ ধরনের দুর্ঘটনা সেখানে বিরল নয়। বিশেষ করে সে দেশে কয়লা খনি শ্রমিকরা বেশি মারা যায়।
গত বছর কলম্বিয়ায় খনি দুর্ঘটনায় ১২৪ জনের প্রাণহানি ঘটেছে। এ বছরের জুলাই পর্যন্ত ৬৫ জন মারা গেছে।