ইউক্রেনের ড্রোন হামলায় ক্রিমিয়ায় হতাহত ১৯

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  ইউক্রেনের  ড্রোন হামলায় ক্রিমিয়ায়  তিন জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।

সোমবার  রাশিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

রাশিয়া ২০১৪ সালে একটি গণভোটের পর  ক্রিমিয়াকে দেশটির অন্তর্ভুক্ত করে নেয়। 

পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওই পদক্ষেপের কঠোর বিরোধীতা করে।

ক্রেমলিন-সমর্থিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ বলেন, ইউক্রেন ফোরোস শহরের রিসোর্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের হামলায় একটি স্যানেটোরিয়াম বা বিশেষায়িত হাসপাতাল ও একটি স্কুল ভবনের প্রাঙ্গণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আকসিওনভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘সর্বশেষ তথ্য অনুসারে জানা গেছে, ইউক্রেনের ড্রোন হামলায় তিন জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।’ 

তিনি আরো বলেন, উপকূলীয় শহর ইয়াল্টার কাছে ভূপাতিত ড্রোনের ভাঙ্গা অংশটি পড়ে সেখানে আগুন ধরে যায় বলে জানা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানিয়েছে,  এই হামলায়  দুই জন নিহত হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত মস্কো তাদের ভূখণ্ডে ৪৬টি বিমান হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনা ও নিন্দা সত্ত্বেও ২০১৪ সালে রাশিয়া একটি গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং এটিকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে। 

রাশিয়া চায় ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব এটিকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিক।

ইউক্রেনের বাহিনী প্রায়শই ভারী সুরক্ষিত এই অঞ্চলে হামলা চালায়। ইউক্রেনের লক্ষ্যবস্তুর মধ্যে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী একটি সেতুও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চারদিনের সফরে সেনাপ্রধান মালয়েশিয়া
গ্যাটউইক বিমানবন্দরে নতুন রানওয়ে নির্মাণের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য 
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
আমি আমার দেশকে আর চিনতে পারি না: অ্যাঞ্জেলিনা জোলি
লক্ষ্মীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ
দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার আদালতে হাজির হয়েছেন
ঝিনাইদহে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ
সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহতকরণে আলেমদের মতবিনিময় সভা
ঝালকাঠিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সভা
১০