ইউক্রেনের ড্রোন হামলায় ক্রিমিয়ায় হতাহত ১৯

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  ইউক্রেনের  ড্রোন হামলায় ক্রিমিয়ায়  তিন জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।

সোমবার  রাশিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

রাশিয়া ২০১৪ সালে একটি গণভোটের পর  ক্রিমিয়াকে দেশটির অন্তর্ভুক্ত করে নেয়। 

পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওই পদক্ষেপের কঠোর বিরোধীতা করে।

ক্রেমলিন-সমর্থিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ বলেন, ইউক্রেন ফোরোস শহরের রিসোর্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের হামলায় একটি স্যানেটোরিয়াম বা বিশেষায়িত হাসপাতাল ও একটি স্কুল ভবনের প্রাঙ্গণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আকসিওনভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘সর্বশেষ তথ্য অনুসারে জানা গেছে, ইউক্রেনের ড্রোন হামলায় তিন জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।’ 

তিনি আরো বলেন, উপকূলীয় শহর ইয়াল্টার কাছে ভূপাতিত ড্রোনের ভাঙ্গা অংশটি পড়ে সেখানে আগুন ধরে যায় বলে জানা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানিয়েছে,  এই হামলায়  দুই জন নিহত হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত মস্কো তাদের ভূখণ্ডে ৪৬টি বিমান হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনা ও নিন্দা সত্ত্বেও ২০১৪ সালে রাশিয়া একটি গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং এটিকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে। 

রাশিয়া চায় ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব এটিকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিক।

ইউক্রেনের বাহিনী প্রায়শই ভারী সুরক্ষিত এই অঞ্চলে হামলা চালায়। ইউক্রেনের লক্ষ্যবস্তুর মধ্যে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী একটি সেতুও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০