লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৫

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৫

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় রোববার তিন শিশুসহ কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৈরুত থেকে এএফপি এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট জোসেফ আউন এটিকে ‘গণহত্যা’ অভিহিত করে এর  নিন্দা জানিয়েছেন।

রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিনতে জবাইলের কাছে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। 

পরে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ‘লেবাননের দক্ষিণাঞ্চলে বিনতে জবাইল এলাকায় একজন হিজবুল্লাহ সন্ত্রাসীকে হত্যা করেছে।’

এতে আরো বলা হয়েছে, ‘ওই সন্ত্রাসী ইসরাইল ও লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন করে একটি বেসামরিক জনগোষ্ঠীর ভেতরে থেকে কাজ করতো।’

আইডিএফ জানায়, ‘এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। আইডিএফ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন, এমন ব্যক্তির যে কোনো ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে ও যতটা সম্ভব ক্ষতি কমিয়ে আনার জন্য কাজ করে।’ 
ঘটনাটি পর্যালোচনাধীন রয়েছে।

হিজবুল্লাহকে লক্ষ্য করে কাজ করছে দাবি করে ইসরাইল লেবাননের অভ্যন্তরে ঘন ঘন হামলা চালাচ্ছে।

যদিও এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটানোর লক্ষ্যে নভেম্বরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে ‘গণহত্যা’ বলে  নিন্দা করেছেন এবং যুদ্ধবিরতি মেনে চলতে ইসরাইলকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

আউনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এক্স-এ প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শান্তি ও মানবাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা নিউইয়র্কে আছি। ইসরাইল আন্তর্জাতিক প্রস্তাবগুলো ক্রমাগত লঙ্ঘন করেই যাচ্ছে।’

তিনি ইসরাইলকে বিনতে জবাইলে একটি নতুন গণহত্যা সংঘটিত করার জন্য অভিযুক্ত করেছেন।
এই ঘটনায় তিন শিশুসহ পাঁচজনের প্রাণহানি ঘটেছে।

প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউইয়র্কে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে মুখিয়ে টাইগ্রেসরা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ২৮৬ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশ অর্জনে সহায়ক হবে: মঈন খান
সরকারি খরচে ১২ লাখ ৮৩ হাজার জনকে আইনি সহায়তা
ফরিদপুর-৪ থেকে ভাঙ্গা উপজেলাকে নিয়ে আলাদা আসন করা প্রশ্নে হাইকোর্টের রুল
নওগাঁয় অসহায়দের মধ্যে স্বল্পমূল্যে পুষ্টি চাল বিতরণ
পিরোজপুরে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা
মুন্সীগঞ্জে বেকারি মালিককে জরিমানা
কক্সবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
১০