পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, আহত ১৮

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পেরুর রাজধানী লিমায় স্থানীয় সময় রোববার সরকারবিরোধী শত-শত বিক্ষোভকারী আবারো রাস্তায় নেমে এসেছে। এসময় সংঘর্ষে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকসহ অন্তত ১৮ জন আহত হয়েছে।

লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জেন-জি (জেনারেশন জেড) তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে শনিবার শত-শত বিক্ষোভকারী দেশটির রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পাথর ছুড়লে পুলিশও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে, পরদিনও বিক্ষোভ অব্যাহত থাকে।

পেরুতে অপরাধ ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরে অস্থিরতা চলছে। বেশ কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, দেশটির সরকার ও পার্লামেন্টের বেশিরভাগ সদস্যকে দুর্নীতিগ্রস্ত মনে করে জনগণ।

জেন-জি তরুণদের আহ্বানে সাড়া দিয়ে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেয়। সন্ধ্যা নামার পর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ ১৮ জন আহত হয়।

গত সপ্তাহে পেরুর পার্লামেন্ট কংগ্রেস নতুন একটি আইন পাস করে। এতে বলা হয়, তরুণদের বাধ্যতামূলকভাবে একটি বেসরকারি পেনশন তহবিলে যুক্ত হতে হবে। অথচ, এসময় অনেক তরুণ-তরুণী অনিশ্চিত কর্মসংস্থানের মধ্যে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিতে সংযোজনকৃত বিষয় বাতিল
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শারীরিক ফিটনেস পরীক্ষা ২৬ ও ২৭ সেপ্টেম্বর
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিষয়ে সুখবর
ঢাকাসহ সারাদেশে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: এবছর পূজার মন্ডপ বেড়েছে
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (আইপিই) যৌথ কার্যক্রমের উদ্বোধন
রশিদ-কক্স নৈপুন্যে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৫৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিশ্বকাপের পর ক্রিকেট থেকে বিরতির কথা ভাবছেন জ্যোতি
বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে মুখিয়ে টাইগ্রেসরা
১০