দায়মুক্তি তুলে নেওয়ার ওপর ভোটে টিকে গেলেন কোস্টারিকার প্রেসিডেন্ট

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো শ্যাভেজের দায়মুক্তি তুলে নেওয়ার ওপর সোমবার কংগ্রেসের ভোটে তিনি রক্ষা পেয়েছেন। 

সেন হোসে থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুর্নীতির অভিযোগে তার বিচারের জন্য এই ভোট অনুষ্ঠিত হয়। 

শ্যাভেজের দায়মুক্তি তুলে নেওয়ার প্রস্তাবের পক্ষে ৩৪টি ও বিপক্ষে ২১টি ভোট পড়ে। ৫৭ আসনের এককক্ষ বিশিষ্ট আইনসভায় প্রস্তাবটি পাসের জন্য ৩৮টি ভোটের প্রয়োজন ছিল।

৬৪ বছর বয়সী শ্যাভেজের বিরুদ্ধে অন্য ব্যক্তির পক্ষে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল, যা আট বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ।

১ জুলাই, সুপ্রিম কোর্ট তার দায়মুক্তি তুলে নেওয়ার জন্য রাষ্ট্রীয় কৌঁসুলিদের একটি অনুরোধ বহাল রাখে। মধ্য আমেরিকান দেশটির কোনো নেতার জন্য এটিই এ ধরনের প্রথম ঘটনা।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শ্যাভেজকে অভিযুক্ত করেছেন যে তিনি প্রেসিডেন্টের নিয়োগ করা একটি যোগাযোগ সংস্থাকে তার বন্ধু ও সাবেক চিত্র উপদেষ্টা ফেদেরিকো ক্রুজকে ৩২ হাজার ডলার দিতে বাধ্য করেছেন।

তদন্তকারীরা বলেছেন, প্রেসিডেন্ট সেন্ট্রাল আমেরিকান ব্যাংক ফর ইকোনমিক ইন্টিগ্রেশন থেকে তহবিল ব্যবহার করে, যোগাযোগ সংস্থাটিকে নিয়োগ করে পদ্ধতি লঙ্ঘন করেছেন। 

কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ফেলিপ আলপিজার এএফপিকে বলেছেন, এই ভোট ‘গল্পের এই অধ্যায়টি শেষ করে দিলেও’ শ্যাভেজ তার মেয়াদ শেষ হওয়ার পরে বিচারের সম্মুখীন হতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০