ডেনমার্কের আকাশসীমায় ‘অজ্ঞাত ড্রোন’ থাকায় কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ 

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ডেনমার্কের আকাশসীমায় অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ায় সোমবার কোপেনহেগেন বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে প্রায় ১৫টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। 

পুলিশ ও বিমানবন্দর কর্মকর্তারা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

বিমানবন্দরের মুখপাত্র লিস অ্যাগারলি কার্স্টেইন বলেন, ‘কোপেনহেগেন বিমানবন্দরের নিকটে দুই থেকে তিনটি অজ্ঞাত ড্রোন দেখা দেওয়ায় বিমানবন্দরের আকাশসীমা সন্ধ্যা ৮টা ৩০ মিনিট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারবে না।’

তিনি আরো বলেন, প্রায় ১৫টি ফ্লাইটের গতিপথ অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

কোপেনহেগেন পুলিশ জানায়, ‘তিন বা চারটি বড় ড্রোন’ বিমানবন্দরের উপর দিয়ে উড়তে দেখা গেছে।’

ডিউটি অফিসার অ্যানেট ওস্টেনফেল্ড স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে এএফপিকে জানান, পুলিশ বিমানবন্দরে তদন্ত চালাচ্ছে।

তবে ড্রোনগুলো সামরিক নাকি বেসামরিক তা তিনি বলতে পারেননি।

ওস্টেনফেল্ড বলেন, ‘তবে ব্যক্তিগতভাবে আপনি যেগুলো কিনতে পারেন, এগুলো তার চেয়ে বড়।’

বিমানবন্দর কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০