ডেনমার্কের আকাশসীমায় ‘অজ্ঞাত ড্রোন’ থাকায় কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ 

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ডেনমার্কের আকাশসীমায় অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ায় সোমবার কোপেনহেগেন বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে প্রায় ১৫টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। 

পুলিশ ও বিমানবন্দর কর্মকর্তারা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

বিমানবন্দরের মুখপাত্র লিস অ্যাগারলি কার্স্টেইন বলেন, ‘কোপেনহেগেন বিমানবন্দরের নিকটে দুই থেকে তিনটি অজ্ঞাত ড্রোন দেখা দেওয়ায় বিমানবন্দরের আকাশসীমা সন্ধ্যা ৮টা ৩০ মিনিট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারবে না।’

তিনি আরো বলেন, প্রায় ১৫টি ফ্লাইটের গতিপথ অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

কোপেনহেগেন পুলিশ জানায়, ‘তিন বা চারটি বড় ড্রোন’ বিমানবন্দরের উপর দিয়ে উড়তে দেখা গেছে।’

ডিউটি অফিসার অ্যানেট ওস্টেনফেল্ড স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে এএফপিকে জানান, পুলিশ বিমানবন্দরে তদন্ত চালাচ্ছে।

তবে ড্রোনগুলো সামরিক নাকি বেসামরিক তা তিনি বলতে পারেননি।

ওস্টেনফেল্ড বলেন, ‘তবে ব্যক্তিগতভাবে আপনি যেগুলো কিনতে পারেন, এগুলো তার চেয়ে বড়।’

বিমানবন্দর কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান
শিশুদের হেপাটাইটিস বি টিকা দেওয়ার ‘কোন কারণ নেই’: ট্রাম্প
বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা 
সকল দেশের প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর
২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি
যশোরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২
সাবেক সমাজসেবা সম্পাদকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ডাকসু নেতাদের
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান
পূজায় পোশাকের দাম বেড়েছে, বিক্রিও বেড়েছে
যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর
১০